প্রায় প্রত্যেক মানুষেরই নানা অঙ্গে তিল থাকে। কালো বা লাল রঙের তিল আমাদের শরীরে থাকতে দেখা যায়। শরীরের যে কোনও অঙ্গে তিল থাকতে পারে। কিন্তু কোন অঙ্গে তিল রয়েছে সেটির উপর নির্ভর করে অনেক কিছু বলে দেওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে আমাদের শরীরে থাকা তিলের মাহাত্ম্য বিশেষ। সেগুলি যাচাই করে আমাদের সম্বন্ধে নানা তথ্যের হদিস দেওয়া সম্ভব। শুভ বা অশুভ, দুই-ই বলে দেওয়া যায়। শাস্ত্র বলছে মেয়েদের শরীরে থাকা তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। জেনে নিন মেয়েদের শরীরের বিভিন্ন অংশে থাকা তিলের অর্থ কী।
আরও পড়ুন:
মেয়েদের কোন কোন অঙ্গে তিল থাকা শুভ?
কপাল: যে সকল মেয়েদের কপালে তিল থাকে, তাঁরা অত্যন্ত সৌভাগ্যবতী হন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এঁদের কখনও টাকার অভাবের সম্মুখীন হতে হয় না। সমাজে এঁরা সর্বদা যোগ্য সম্মান পান।
ঠোঁট: ঠোঁটে তিল থাকা মেয়েরা মন রাখার মতো কথা বলার ব্যাপারে পটু হন। এঁরা অতি সহজেই নিজেদের কথার জালে অন্যদের বশ করে ফেলেন। এঁদের ব্যক্তিত্বও হয় আকর্ষণীয়। কাছের মানুষদের কাছে এঁরা অত্যন্ত প্রিয় হন।
গলা: গলায় তিল থাকা মেয়েরা অত্যন্ত দায়িত্ববান হন বলে মনে করা হয়। নিজের লোকেদের প্রতি এঁদের দায়িত্বজ্ঞান হয় মারাত্মক। কাজের জায়গাতেও এঁরা খুব সুনাম অর্জন করেন। এই সকল মেয়েরা মনের দিক থেকে খুব ভাল হন।
আরও পড়ুন:
হাতের তালুতে: দু’হাতের তালুতে থাকা তিলের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। মেয়েদের ডান হাতের তালুতে তিল থাকলে তাঁদের কখনও অর্থকষ্টের সম্মুখীন হতে হয় না বলে মনে করা হয়। অন্য দিকে, বাঁ হাতের তালুতে তিল থাকা মেয়েদের হাতের কাজ খুব ভাল হয় বলে বিশ্বাস করা হয়। এই সকল মেয়েরা সৃজনশীল প্রকৃতির হন।
নাকে: মেয়েদের নাকের অগ্রভাগে তিল থাকাকেও সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করছে জ্যোতিষশাস্ত্র। এই সকল মেয়েদের জীবনে কখনও বিশেষ কষ্ট করতে বা পেতে হয় না। সৌভাগ্য সর্বদা এঁদের সঙ্গেই থাকে।
পেট: যে সকল মেয়ের পেটে তিল থাকে তাঁরা নিজের পরিশ্রমের বলে জীবনে উন্নতি করতে পারে। এঁদের পরিশ্রম কখনও বিফলে যায় না।