প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করে। সেই অনুযায়ী রাশিচক্রের প্রতিটি রাশির জীবনেই নানা পরিবর্তন দেখা যায়। ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান অনুযায়ী সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে এর বিশেষ প্রভাব পড়বে। সেই অনুযায়ী কেউ খুব ভাল ফল পাবেন, কাউকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এই মাসে মিথুন রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। মাসের প্রথম দিন কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্র। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। মাসের প্রথম দিন মকর রাশিতে একত্রে অবস্থান করবে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। বুধ ৩ ফেব্রুয়ারি, শুক্র ৬ ফেব্রুয়ারি, রবি ১৩ ফেব্রুয়ারি এবং মঙ্গল ২৩ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করে রাহুর সঙ্গে সহাবস্থান করবে (রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করছে )। মীন রাশিতে অবস্থান করবে শনি।
আরও পড়ুন:
মেষ রাশি: মেষের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে একাধিক শুভ এবং অশুভ গ্রহের একত্রে অবস্থানের কারণে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী ভাগ তুলনামূলক শুভ।
বৃষ রাশি: ফেব্রুয়ারিতে বৃষ জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে একাধিক গ্রহের অবস্থানের কারণে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান শনির। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমই সফলতা দিতে পারে, অন্যথায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
আরও পড়ুন:
কর্কট রাশি: কর্মক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে ক্রমশ কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: সিংহের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিকে কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা দান করবে।
আরও পড়ুন:
তুলা রাশি: তুলার জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ শুভ হলেও, পূর্ববর্তী সময় মিশ্র ফলপ্রাপ্তি হবে।
বৃশ্চিক রাশি: ফেব্রুয়ারিতে বৃশ্চিকের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান সুফল এবং সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক থাকায় সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
আরও পড়ুন:
মকর রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মকর রাশিকে কর্মক্ষেত্রে সফলতা দান করবে।
কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মীন রাশিকে কর্মক্ষেত্রে সফলতা দান করবে।