জীবনে কে কোন পেশায় প্রতিষ্ঠিত হবেন তা জানার আগ্রহ সকলেরই থাকে। কোন পেশা আপনার জন্য উপযুক্ত হবে তা সঠিক বিচারের ক্ষেত্রে জন্মছকে বেশ কিছু ক্ষেত্র বিশেষ ভাবে পরীক্ষা করা প্রয়োজন। চাকরি হোক বা ব্যবসা, সবই পেশার মধ্যে পড়ে। কর্ম সংক্রান্ত বিষয়ের জন্য জন্মছকের দশম স্থান অতি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে শনি গ্রহের অবস্থানের বিচার করাও জরুরি। দশমের দশম স্থান, অর্থাৎ সপ্তম স্থানের গুরুত্বও কম না। বিভিন্ন গ্রহ এবং একাধিক গ্রহের সহ-অবস্থান এক এক ধরনের কর্মে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে।
আরও পড়ুন:
এক নজরে দেখে নেওয়া যাক রবির সঙ্গে কোন গ্রহের অবস্থান কোন পেশায় সফলতার সম্ভাবনা নির্দেশ করে। সরাসরি রবির সঙ্গে অবস্থান না হয়ে, রবির পঞ্চম বা নবম ঘরে অবস্থান হলেও রবির সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়। সৌরমণ্ডলের রাজা রবি। সরকারি কাজ বা সরকারি বিভিন্ন দফতরের উপর রবির প্রভাব বর্তমান।
রবির সঙ্গে মঙ্গলের অবস্থান: পুলিশ, প্রতিরক্ষা বিভাগের নানা কাজ, চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত কাজ, শল্যচিকিৎসা, দন্তচিকিৎসা সংক্রান্ত কাজে সফলতার সম্ভাবনা বৃদ্ধি করে।
রবির সঙ্গে বুধের অবস্থান: প্রযুক্তিবিদ, গণিতজ্ঞ, হিসাবশাস্ত্র, ইনস্পেক্টর, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কর্মে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে।
আরও পড়ুন:
রবির সঙ্গে বৃহস্পতির অবস্থান: শিক্ষক, বিচারক, চিকিৎসক ইত্যাদি কর্মে সফলতার সম্ভাবনা বৃদ্ধি করে।
রবি, বৃহস্পতি এবং বুধের অবস্থান: ম্যাজিস্ট্রেট পদে উন্নতি লাভ করতে পারেন।
রবি, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান: ম্যাজিস্ট্রেট, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইত্যাদি পদে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে।
আরও পড়ুন:
রবি এবং শুক্রের অবস্থান: যানবাহন বা হাসপাতাল সংক্রান্ত কাজ, প্রসাধন সামগ্রীর ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সফলতার সম্ভাবনা নির্দেশ করে।
রবি এবং শনির অবস্থান: ভূতত্ত্ববিদ, কয়লা বা খনির সঙ্গে সম্পর্কিত কাজ ইত্যাদি ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে।
রবির সঙ্গে রাহুর সম্পর্ক: ফোটোগ্রাফি, বিমান যোগাযোগ, আমদানি-রফতানি সংক্রান্ত কাজে সফলতা প্রাপ্তি
নির্দেশ করে।
আরও পড়ুন:
রবির সঙ্গে কেতুর সম্পর্ক: তদন্ত সংক্রান্ত যে কোনও কর্ম, সরকারি উচ্চ আধিকারিক, গবেষণা, আধ্যাত্মিক কর্মে দারুণ নাম করেন।
রবি এবং রবির সঙ্গে অবস্থানকারী গ্রহের ক্ষমতা শুভ-অশুভের উপর সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। গ্রহের দৃষ্টি, নক্ষত্র ইত্যাদি বিভিন্ন কারণে ফলের পরিবর্তন হতে পারে।