কর্মক্ষেত্র হোক বা বাসস্থান, বাস্তু অনুযায়ী যদি সঠিক নিয়ম মেনে চলা যায় তা হলে জীবনে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না। নিয়ম মেনে না চললেই পড়তে হয় নানা জটিলতার মুখে। তাই সকলের উচিত ভাল থাকার জন্য এবং ভাল ভাবে জীবন যাপন করার জন্য বাস্তুর কিছু নিয়ম মেনে চলা। জ্যোতিষশাস্ত্র মতে কর্মক্ষেত্রে বাস্তু নিয়ম মেনে কিছু পরিবর্তন আনলে পেশাজীবনে সফলতা লাভ করা যায়। তারই মধ্যে বিশেষ একটা নিয়ম হল অফিসঘরে ছবি লাগানো। অফিসের চার দেওয়ালে যদি বাস্তু নিয়ম মেনে ছবি লাগানো যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।
আরও পড়ুন:
কোন দেওয়ালে কী ছবি রাখতে হবে?
১) অফিসঘরের উত্তর দিকে নদী বা যে কোনও জলাশয়ের ছবি লাগানো যেতে পারে। এ ছাড়া জলের সঙ্গে গাছপালা থাকবে সেই ছবিও লাগানো যেতে পারে। মনের মতো কোনও প্রাকৃতিক দৃশ্যের ছবিও লাগাতে পারেন। তবে সেই ছবিতে জলাশয় ও নদী থাকলে ভাল হয়।
২) অফিসঘরের পূর্ব দিকের দেওয়ালে এমন ছবি রাখুন যেখানে একসঙ্গে অনেকে বসে বার্তালাপ করছেন বা কোনও সভা চলছে। এ ছাড়া এই দেওয়ালে মন চাইলে অফিসের সকল সদস্যেরা একসঙ্গে রয়েছেন এমন ছবিও রাখতে পারেন।
আরও পড়ুন:
৩) অফিসঘরের দক্ষিণ দিকে আগুন জ্বলছে বা আগুন সংক্রান্ত যে কোনও ছবি রাখতে হবে।
৪) অফিসের পশ্চিম দিকে পাহাড়ের ছবি রাখতে পারেন। পাহাড় বাদে অন্য কিছুর ছবি এই দেওয়ালে রাখা যাবে না।
আরও পড়ুন:
ফলাফল:
এর ফলে ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবে। শিল্পক্ষেত্রে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। কাজ বৃদ্ধিরও সুযোগ পাবেন।