শুক্রের আর এক নাম শুকতারা। জ্যোতির্বিজ্ঞানে এই গ্রহকে তারার আখ্যা দেওয়া হয়েছে। কারণ এর ঔজ্জ্বল্য। সূর্যোদয়ের আগে রাতের আকাশে তাকালে পূর্ব দিকে উজ্জ্বল এক বস্তুকে দেখা যায়। সেটিকে অনেকে তারা হিসাবে ভুল করলেও, আসলে সেটি শুক্র গ্রহ। রাতের আকাশেও চাঁদের পরে সবচেয়ে উজ্জ্বল যাকে দেখতে লাগে, সে হল শুক্র। তবে শুক্রের নিজের কোনও আলো নেই, সেটির উপর সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয় বলেই আকাশে তার দীপ্তি দেখা যায়। এই শুক্র ডিসেম্বর মাসে অস্ত গিয়েছিল। ফেব্রুয়ারির ১ তারিখ, মাঘী পূর্ণিমার দিন উদয় হবে শুক্রের। শুক্র বৈভব ও প্রেমের গ্রহ। তার উদয়ে সুসময় শুরু হবে চার রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
শুক্রের উদয়ে কারা লাভবান হবেন?
বৃষ: শুক্র গ্রহ দ্বারা পরিচালিত হন বৃষ জাতক-জাতিকারা। শুক্রের উদয় এঁদের জন্য সুসময় নিয়ে আসবে। বৃষ জাতক-জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের এই সময়কাল খুব ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে বনিবনা ভাল হবে। আর্থিক ক্ষেত্রেও সুপরিবর্তন পরিলক্ষিত হবে। নতুন আয়ের সুযোগ পেতে পারেন। সমাজে নামডাক বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
মিথুন: শুক্রের উদয় মিথুন জাতক-জাতিকাদের জীবনে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে। আপনারা আর্থিক দিকে অনেকটা এগিয়ে যাবেন। এই সময় মন চাইলে গাড়ি, বাড়ি, দোকান, জমি প্রভৃতি সম্পত্তি ক্রয় করতে পারেন। সম্পত্তি লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রে প্রেমের হাওয়া বইবে। যাঁদের জীবনে এখনও প্রেম আসেনি, তাঁরা এই সময় মনের মানুষ খুঁজে পেতে পারেন।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদেরও অধিপতি গ্রহ শুক্র। বৃষের মতো তুলা জাতক-জাতিকারাও শুক্রের উদয়ে খুব ভাল ফল পাবেন। ব্যবসায়ী হোন বা চাকরিজীবী, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য ফল লাভ করবেন। টাকা সংক্রান্ত সমস্যা জীবন থেকে বিদায় নেবে। আয়বৃদ্ধির প্রবল যোগ দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রেও খুব ভাল ফল পাবেন। দাম্পত্যজীবনের সমস্যা অনেকাংশে কমবে।
মকর: মকর রাশিতেই উদিত হচ্ছে শুক্র। সেই কারণে এই রাশির ব্যক্তিরা যে বিশেষ সুফল লাভ করবেন তা অত্যন্ত স্বাভাবিক বিষয়। মকর জাতক-জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আটকে থাকা টাকাও কোনও রকম ঝামেলা ছাড়া পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে সুপরিবর্তন। যাঁরা একা রয়েছেন, তাঁদের জীবনে প্রেম নিজে এসে ধরা দিতে পারে।