Advertisement
E-Paper

কালসর্পদোষের কুপ্রভাব বিষধর সাপের ছোবলের মতোই ভয়ঙ্কর! কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন কোষ্ঠীতে লুকিয়ে এই দোষ?

রাহু-কেতু মানেই জীবনে নানা দিক থেকে সমস্যার সৃষ্টি হওয়া। তবে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে বুঝতে হবে কোষ্ঠীতে কালসর্প যোগ সৃষ্টি হয়েছে তা অনেকেই বুঝতে পারেন না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪
kaal sarp yog

—প্রতীকী ছবি।

মনে শঙ্কা জাগানো যোগগুলির মধ্যে অন্যতম কালসর্পদোষ। জ্যোতিষশাস্ত্রে এমন নানা যোগ বা দোষের কথা বলা রয়েছে যা মানুষের মনে শঙ্কার সৃষ্টি করে। সেগুলিরই একটি হল কালসর্পদোষ। এই যোগের নাম শুনলেই মানুষ আঁতকে ওঠেন। তার এই রূপ নামই দোষটিকে আরও ভয়ের করে তোলে। রাহু-কেতুর অবস্থানের ভিত্তিতে জন্মপত্রিকা বা কোষ্ঠীতে ১২ ধরনের কালসর্পযোগ বা দোষ সৃষ্টি হতে পারে। রাহু-কেতু মানেই জীবনে নানা দিক থেকে সমস্যার সৃষ্টি হওয়া। তবে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে বুঝতে হবে কোষ্ঠীতে কালসর্পযোগ সৃষ্টি হয়েছে তা অনেকেই বুঝতে পারেন না। সেই কারণে সঠিক সময়ে সেগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় উপচারও করে উঠতে পারেন না। সেই কারণে দোষ আরও জাঁকিয়ে বসে। বুঝে উঠতে উঠতে সময় পেরিয়ে যায়। জানুন কী দেখলে বুঝবেন কোষ্ঠীতে কালসর্পদোষ রয়েছে।

কালসর্পদোষের ইঙ্গিত:

বিয়েতে বিলম্ব: বিয়েতে বিলম্ব হওয়া কোষ্ঠীতে থাকা কালসর্পদোষের ইঙ্গিত। কোষ্ঠীতে এই যোগ থাকলে বহু চেষ্টার পরও সম্পর্কের সমস্যা কাটিয়ে ওঠা যায় না। এর ফলে বিয়েতে একের পর এক বাধা আসতেই থাকে। যাঁরা প্রেম করেন, তাঁদের সঙ্গীর সঙ্গে সমস্যার অন্ত থাকে না। ফলত বিয়ে পিছোতে থাকে। আর যাঁরা দেখাশোনা করে বিয়ে করবেন ভাবছেন, তাঁদের ক্ষেত্রেও একের পর এক সমস্যা দেখতে পাওয়া যায়। হয় মনের মতো পাত্র-পাত্রী পান না, না হলে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে।

স্বপ্নে সাপের দেখা পাওয়া: শাস্ত্রে স্বপ্নে সাপের দেখা পাওয়ার নানা ব্যাখ্যা রয়েছে। সেটি যে সর্বদা খারাপ ইঙ্গিত দেয় তা নয়। তবে স্বপ্নে ঘন ঘন সাপের দেখা পাওয়া ভাল বিষয় নয়। বিশেষ করে সেই সাপ যদি আপনার ক্ষতি করতে চাইছে দেখেন তা হলে বুঝতে হবে কোষ্ঠীতে কালসর্পদোষ বর্তমান।

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা: একের পর এক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা লেগেই থাকলেও বুঝতে হবে কোষ্ঠীতে রাহু-কেতুর অবস্থানের গন্ডগোল রয়েছে। জন্মছকে কালসর্পদোষ থাকলে শারীরিক দিক দিয়ে একের পর এক সমস্যা আসতেই থাকে। অসুস্থতা পিছু ছাড়তে চায় না। এমনটা হলে অবশ্যই সবার আগে চিকিৎসকের দ্বারস্থ হবেন। তবে এক বার সময় করে কোষ্ঠীটাও দেখিয়ে নিতে পারলে ভাল হয়।

পেশাজীবনে সমস্যা: বহু চেষ্টা বা পরিশ্রম করার পরও পেশাজীবনে সফলতা না পাওয়ার নেপথ্যেও থাকতে পারে কালসর্পদোষ। কর্মক্ষেত্রে বার বার সমস্যার সম্মুখীন হওয়া, মনের মতো চাকরি না পাওয়া, বার বার ব্যর্থতার শিকার হওয়া প্রভৃতির নেপথ্যে রয়েছে কালসর্পদোষ।

Kaal Sarp Dosh Astrology RAHU KETU Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy