স্বপ্ন নিয়ে বহু মানুষের মনে নানান প্রশ্ন ঘুরে বেড়ায়। যেটা দেখছি সেটা কেন দেখছি, এর নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না এই প্রকার নানান চিন্তাভাবনা মনের কোণে উঁকি মারে। তবে সাধারণ মানুষের পক্ষে স্বপ্নের গভীরে থাকা অর্থ উদ্ভাবন করা সম্ভব নয়। তবে স্বপ্নে যে কেবল উদ্ভট জিনিস দেখা যায় তা কিন্তু নয়। স্বপ্নে অনেক সময় আমরা বাস্তব সম্পর্কিত নানা জিনিসও দেখে থাকি। বহু জাতক-জাতিকাই তাঁর মনের মানুষের স্বপ্ন দেখেন। স্বপ্নে ভালবাসার মানুষের দেখা পেলে মন আনন্দে ভরে ওঠাই স্বাভাবিক। যদিও সেই স্বপ্নেরও বিভিন্ন অর্থ রয়েছে। স্বপ্নে প্রেমিক-প্রেমিকাকে কী ভাবে দেখার অর্থ কী, জেনে নিন।
আরও পড়ুন:
স্বপ্নে মনের মানুষের দেখা পাওয়ার অর্থ:
হাসতে দেখা: স্বপ্নে ভালবাসার মানুষটিকে হাসতে দেখা শুভ ইঙ্গিত বহন করে আনে। এই স্বপ্ন দেখলে চিন্তার কোনও কারণ নেই। এর মানে সম্পর্কে সুখের দিন আসন্ন। প্রিয়জনকে হাসতে দেখার স্বপ্ন সম্পর্কের বন্ধন দৃঢ় হওয়ার লক্ষণ বোঝায়।
কাঁদতে দেখা: স্বপ্নে যদি প্রেমিক-প্রেমিকাকে কাঁদতে দেখেন, তা হলে সতর্ক হওয়া আবশ্যিক। শাস্ত্রমতে, এটি একটি অশুভ স্বপ্ন। এর মানে আগত দিনে আপনার কোনও কাজে সঙ্গী হতাশ হতে পারেন। সেখান থেকে কোনও জটিল সমস্যার সূত্রপাত ঘটতে পারে এবং সঙ্গী আপনার বিশ্বাস ভাঙতে পারেন। তবে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। সতর্ক থাকলে ব্যাপারটা কাটিয়ে ওঠা সম্ভব।
আরও পড়ুন:
ঘনিষ্ঠ মুহূর্ত: ভালবাসার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক বিষয়। এই স্বপ্নের নেপথ্যে কোনও অশুভ কারণ নেই। বরং সম্পর্কের গভীরতা বৃদ্ধির ইঙ্গিত দেয় এই স্বপ্ন। স্বপ্নে যদি প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখেন, তা হলে বুঝবেন যে আপনাদের সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি ভালবাসা আরও দৃঢ় হবে।
মনের মানুষের দূরে চলে যাওয়া: স্বপ্নে ভালবাসার মানুষকে নিজের থেকে দূরে চলে যেতে দেখা মোটেই মনে ভাল অনুভূতি সৃষ্টি করে না। উপরন্তু চিন্তায় ফেলে দেয়, মনে জন্ম নেয় শঙ্কা। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এতে চিন্তার কোনও কারণ নেই। কাছের মানুষ স্বপ্নে আপনার থেকে দূরে চলে যাচ্ছে মানে যে বাস্তবেও আপনার সঙ্গে এমনটাই ঘটবে তা না। এই স্বপ্ন দেখার অর্থ হল আপনি তাঁর উপস্থিতির অভাব বোধ করছেন। হয়তো তাঁর সঙ্গে বিশেষ সময় কাটিয়ে উঠতে পারছেন না, তাই তাঁর শূন্যতা আপনাকে স্বপ্নেও তাড়া করে বেড়াচ্ছে।
আরও পড়ুন:
ভালবাসার মানুষের অপরের সঙ্গে ঘনিষ্ঠতা: আপনি যাঁকে ভালবাসেন, তাঁকে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে মন ভেঙে যাওয়া স্বাভাবিক। তা সে স্বপ্নেই দেখুন, আর বাস্তবে। তবে স্বপ্নে এই দৃশ্য দেখলে সঙ্গীকে নিয়ে না ভেবে, নিজেকে নিয়ে ভাবুন। এটি আপনার মনে সঙ্গীকে নিয়ে থাকা সন্দেহের প্রকাশ ঘটায়। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সন্দেহবাতিক স্বভাবের জন্য ভবিষ্যতে সম্পর্কে কোনও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি।