রাস্তায় চলতে-ফিরতে আমরা নানা ধরনের জিনিস দেখতে পাই। কিন্তু নজরকাড়া কিছু চোখে না পড়লে প্রায় কোনও মানুষই বিশেষ পাত্তা দেন না। কিন্তু শাস্ত্র জানাচ্ছে সেই স্বভাব ছেড়ে এ বার থেকে রাস্তায় কী চোখে পড়ছে না পড়ছে সে দিকে নজর রাখতে। কেন? কারণ তার নেপথ্যেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। অফিস যাওয়ার সময় পাঁচ জিনিস চোখে পড়লে বুঝতে হবে সুসময় আসন্ন। সুদিনের স্বপ্ন প্রায় সকলেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সকলের পূরণ হয় না। তবে কর্মক্ষেত্রে যাওয়ার সময় যদি পাঁচ জিনিস দেখতে পান তা হলে বুঝতে হবে দুঃখের সময় শেষ। শীঘ্রই কোনও চমক আপনার সঙ্গে ঘটতে চলেছে।
আরও পড়ুন:
অফিস যাওয়ার সময় কোন জিনিসগুলির দেখা পাওয়া শুভ?
সাধু-সন্ন্যাসী: অফিস যাওয়ার পথে সাধু-সন্ন্যাসীর দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ তাঁদের দেখলে মনে স্বাভাবিক ভাবেই ঈশ্বরের চিন্তা জন্ম নেয়। এমনটা হলে বুঝতে হবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার ভাল কাটতে চলেছে। এরই সঙ্গে উন্নতির পথে আসা সকল বাধাবিপত্তি থেকেও মুক্তি পাওয়া যায়।
ঝাড়ু দিতে দেখা: শাস্ত্রমতে, ঝাঁটা হল মা লক্ষ্মীর প্রতীক। অফিস যাওয়ার পথে কাউকে ঝাড়ু দিতে দেখতে পাওয়াও শুভ লক্ষণগুলির মধ্যে একটি। এর মানে আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষাবে। শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। অফিসে সকলের প্রশংসা কুড়োবেন।
আরও পড়ুন:
সদ্য বিবাহিতা নারী: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কনের সাজে কোনও মেয়ের দেখা পেলে দিন ভাল যায়। অফিস যাওয়ার সময় যদি কোনও নববধূর দেখা পান, তা হলে বুঝবেন দিনটি আপনার অত্যন্ত ভাল কাটতে চলেছে। কর্মক্ষেত্রে যাঁরা আপনার ক্ষতি করতে চাইছেন, তাঁরা বিফল হবেন। সব দিক দিয়ে উন্নতি লাভের সুযোগ মিলবে।
শ্মশানযাত্রী: বহু মানুষই মনে করেন যে কোথাও যাওয়ার সময় শবযাত্রার দেখা পাওয়া শুভ নয়। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। অফিসে যাওয়ার সময় শ্মশানযাত্রীদের দেখা পাওয়া খুবই শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। এটি যে কোনও দরকারি কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়। বিশেষ করে, শবযাত্রা উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে যেতে দেখা খুবই ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয়। এটি সৌভাগ্যের দরজা খুলে দেয়।
আরও পড়ুন:
ঢোল: অফিস যাওয়ার সময় ঢোলের আওয়াজ কানে ভেসে আসা বা সেটি দেখতে পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। ঢোলের আওয়াজ সুখের দিনের বার্তা দেয়। সেটি দেখতে বা শুনতে পেলে বুঝবেন আপনার জীবনের সকল সমস্যা এ বার মিটে যাবে। সুখের সময় শুরু হবে।