দাম্পত্য সম্পর্ক আনন্দের সঙ্গে টিকিয়ে রাখা সহজ ব্যাপার নয়। দু’জন সম্পূর্ণ আলাদা প্রকৃতির মানুষ বা একই প্রকৃতির হলেও, একসঙ্গে থাকতে গেলে ঝগড়া-ঝামেলা হবেই। কিন্তু সেই ঝামেলা বড় আকার ধারণ করলেই মুশকিল। দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি সম্মান থাকা জরুরি। একে অপরের সঙ্গে যে সর্বদা মতের মিল থাকবে তা নয়, মতের অমিল থাকতেই পারে। দাম্পত্য সম্পর্কে যদি কোনও ভাবে চিড় ধরে তা হলে সাংসারিক সুখ-শান্তি বিঘ্নিত হয়। ফলে বিভিন্ন দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই এই সম্পর্ককে যে কোনও মূল্যে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। জ্যোতিষশাস্ত্র মতে, বিশেষ এই টোটকাগুলি পালন করতে পারলে দাম্পত্য সম্পর্ক খুব ভাল থাকে এবং সাংসারিক সুখ-শান্তি বজায় থাকে।
আরও পড়ুন:
দেখে নেব টোটকা:
১) একটা চিনিভর্তি কৌটো নিন। তার পর একটা সাদা কাগজে যে কোনও রঙের পেন দিয়ে নিজের নাম এবং স্বামী বা স্ত্রীর নাম একসঙ্গে লিখে চিনির কৌটোর মধ্যে কাগজটা রেখে দিন। তিন মাসের মধ্যেই সম্পর্কে উন্নতি দেখতে পাবেন। সংসারে অন্য কারও সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইলেও এই কাজটি করতে পারেন। এই টোটকা শুধু যে স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতি আনে তা নয়, যে কোনও সম্পর্ক সুমধুর করতে এই টোটকা অত্যন্ত কার্যকরী।
আরও পড়ুন:
২) সম্পর্কে উন্নতি আনতে সপ্তাহে অন্তত তিন দিন নুন দিয়ে ঘর মুছুন। সকালবেলা এক বালতি জলে সামান্য নুন দিয়ে ঘর মুছলে পরিবারের সকলের মধ্যে সম্পর্ক মধুর থাকে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রবিবার এবং বৃহস্পতিবার নুন দিয়ে ঘর মোছা যাবে না।