বৈদিক জ্যোতিষমতে, ধনসম্পদের দেবতা হলেন কুবের। কুবেরের কৃপায় জীবন থেকে সকল প্রকার অর্থসমস্যা দূর হয়। কেবল ধনলাভই হয় না, সমাজে সম্মানও বৃদ্ধি পায়। ধনদেব কুবেরের আশীর্বাদ এক বার যে ব্যক্তির উপর পড়ে, তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয় না। তাঁর আশীর্বাদে উক্ত ব্যক্তি সমাজে প্রভাবশালী হয়ে ওঠেন, অর্থকষ্ট জীবন থেকে চিরবিদায় নেয়। শাস্ত্রমতে, চার রাশি রয়েছে যাদের উপর কুবেরের কৃপা সর্বদা থাকে। এই চার রাশির মানুষেরা ধনদেবতার অত্যন্ত প্রিয় হন। জেনে নিন তাঁরা কারা।
আরও পড়ুন:
কোন চার রাশি ধনদেবতার অত্যন্ত প্রিয় হন?
বৃষ: বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র ধনসম্পদ, সৌন্দর্য ও বস্তুগত সুখের প্রতিনিধিত্ব করে। বৃষ রাশির কোষ্ঠীতে তাঁদের অধিপতি গ্রহ যদি উন্নত অবস্থায় থাকে, তা হলে এঁদের আর টাকা নিয়ে চিন্তা করতে হয় না। এরই সঙ্গে এঁদের উপর কৃপা বর্ষান স্বয়ং ধনদেবতা কুবের। সেই কারণে এই রাশির ব্যক্তিদের বুদ্ধি প্রখর হতে দেখা যায়। এঁরা কেবল অর্থলাভই করেন না, সেটিকে হাতে রাখতেও জানেন। সেই কারণে এঁদের খুব একটা অর্থসমস্যার সম্মুখীন হতে হয় না।
কর্কট: আবেগপ্রবণ কর্কট রাশির জাতক-জাতিকারাও কুবেরের অত্যন্ত প্রিয় হন। তাঁর কৃপায় এঁরা সমাজে অনেক নামডাক করেন। এই রাশির মানুষদের খরচের হাত বেশি হয়। বিশেষ করে, এঁরা কাছের মানুষ ও পরিবারের মানুষজনের জন্য খরচ করতে অত্যন্ত ভালবাসেন। কিন্তু তা সত্ত্বেও এঁদের অর্থাভাবের মুখে পড়তে হয় না। কারণ এঁরা বুদ্ধি করে খরচ করেন। এই রাশির ব্যক্তিরা কখনও হাতের সব টাকা উড়িয়ে দেন না।
আরও পড়ুন:
তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা পরিশ্রম করতে ভয় পান। আর কুবেরের আশীর্বাদে এঁরা উপযুক্ত কর্মফলও লাভ করেন। অল্প কষ্টেই এঁরা দু’হাত ভরে অর্থ উপার্জন করেন। বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পান। জীবনে কখনও এঁদের অর্থচিন্তায় ভুগতে হয় না। কিছু না কিছু করে আয়ের রাস্তা ঠিক পেয়েই যান তুলা রাশির মানুষেরা।
ধনু: ধনদেবতার কৃপা ধনু রাশির ব্যক্তিদের উপরও বর্তমান। এঁদের আত্মবিশ্বাসও প্রচুর। কোনও কাজ করতেই ধনু রাশির মানুষেরা কখনও পিছপা হন না। সেই কারণে এই রাশির মানুষকে আয়ের রাস্তা নিয়ে ভাবতে হয় না। ধনু রাশির জাতক-জাতিকারা নানা পথে আয়ের সুযোগ পান। বুদ্ধির জোরে সেই টাকা সঞ্চয়ও করতে পারেন এঁরা। সময়ের সঙ্গে সঙ্গে এঁদের আয়ের পরিমাণ বৃদ্ধি পায়।