জীবনে চলার পথে আমাদের নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই। শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হওয়া যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অক্টোবরের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।
আরও পড়ুন:
মেষ রাশি: অক্টোবর মাসে মেষ রাশির জীবনে ঋণ সংক্রান্ত বিষয়ে তেমন একটা সমস্যা না থাকলেও, মাসের দ্বিতীয় ভাগে বিপরীত লিঙ্গের শত্রু থেকে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম ভাগ বেশি শুভ।
বৃষ রাশি: বৃষ রাশির ব্যক্তিদের জন্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাস শুভ। অর্থাৎ, সমস্যায় ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতায় এই রাশির মানুষেরা অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে সমস্যা না থাকলেও, শেষ ভাগে সচেতন থাকা জরুরি। প্রতিযোগিতায় মিশ্র ফল প্রাপ্তি হবে।
কর্কট রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের দ্বিতীয় ভাগে কর্কটের জীবনে সমস্যা না থাকলেও, প্রথম ভাগে সচেতন থাকা জরুরি। প্রতিযোগিতায় মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হবে।
আরও পড়ুন:
সিংহ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক-জাতিকারা মাসের দ্বিতীয় ভাগে বিশেষ সচেতনতা অবলম্বন করুন। প্রতিযোগিতামূলক কাজ মাসের প্রথম ভাগে সেরে ফেলুন।
কন্যা রাশি: অক্টোবরে কন্যা রাশির জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায়ও শুভ ফল প্রাপ্তি হবে।
তুলা রাশি: তুলা রাশির এই মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাস শুভ।
বৃশ্চিক রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের শেষ সপ্তাহ বৃশ্চিকের জন্য শুভ হলেও, বাকি সময় বিশেষ সচেতন থাকুন। প্রতিযোগিতায় মিশ্র ফল প্রাপ্তি হবে।
আরও পড়ুন:
ধনু রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা এ মাসে ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ।
মকর রাশি: ঋণ দান এবং গ্রহণ, উভয় ক্ষেত্রে সচেতন থাকুন, বিশেষত মাসের প্রথম ভাগে। মাসের এই সময় শত্রুর সমস্যাও দেখা দিতে পারে। প্রতিযোগিতার ক্ষেত্রে খুব শুভ বলা যায় না।
কুম্ভ রাশি: অক্টোবরে কুম্ভের জন্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগ শুভ হলেও, বাকি সময় বিশেষ সচেতন থাকুন। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ শুভ।
মীন রাশি: অক্টোবর মাসে মীনের ঋণ এবং শত্রুর সমস্যায় ভোগার আশঙ্কা খুবই কম। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসটি শুভ।