দুর্গা, লক্ষ্মীর পরেই আসেন দেবী কালী। কালীপুজো মানেই চারিদিক আলোয় ভরিয়ে তোলার সময়। কিন্তু আমরা যতই চারিদিক আলোয় ভরিয়ে রাখি না কেন, কালীপুজোর রাতে যেন গা ছমছম করেই। কালীপুজোর দিন নানা ধরনের নিয়ম মেনে চলতে হয়। মনে করা হয়, কালীপুজোর দিন, বিশেষ করে রাতে এবং মহিলাদের ক্ষেত্রে এমনই কিছু নিয়ম মানতেই হয়। অনেক নিয়মের মধ্যে একটি হল কালীপুজোর দিন, বিশেষ করে রাতে মহিলাদের চুল খুলে রাখা একেবারেই উচিত নয়। এর নেপথ্যে থাকা কারণ জেনে নিন।
আরও পড়ুন:
কেন কালীপুজোর দিন চুল খুলে রাখতে নেই?
আমাদের নিজেদের সাজসজ্জা পরিপূর্ণ করতে আমরা রাত বা দিন যখনই হোক চুল খোলা রেখেই বাড়ির বাইরে বেরিয়ে পড়ি। কিন্তু এমন কয়েকটা দিন রয়েছে, যে দিনগুলোয় চুল খুলে একেবারেই বাইরে বেরোতে নেই। বিশেষ করে কালীপুজোর দিন কোনও ভাবেই চুল খোলা রেখে বাইরে বেরোতে নেই।
প্রথমত, মা কালীর উন্মুক্ত কেশ হল শক্তির প্রতীক। কিন্তু মানুষের ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন বিষয়।
আরও পড়ুন:
দ্বিতীয়ত, কেবল কালীপুজোর রাতে নয়, যে কোনও শুভ অনুষ্ঠানেই মহিলাদের চুল খুলে রাখতে নেই। মনে করা হয়, এর ফলে যে শুভ ফল পাওয়ার আশায় পুজো করা হচ্ছে, চুল খুলে রাখলে সেই শুভ ফল পাওয়া যায় না।
এ ছাড়া চুল খোলা রাখা কালীপুজোর দিন অশুভ কারণ এই দিন নেগেটিভ শক্তিরা খুব সচল অবস্থায় থাকে। খোলা চুল নেগেটিভ শক্তি আকর্ষণ করতে পারে। এর ফলে নিজের এবং পরিবারের ক্ষতি হতে পারে। তাই এই দিন যতটা সম্ভব চুল বেঁধে রাখাই ভাল।