দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন দেবী কালী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবতাগণের অনুরোধে দেবী পার্বতী দেবী কালীর সৃষ্টি করেন। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবী উত্ত্যক্ত হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্যত হন। শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীর কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। সেই দেবীই হলেন মা কালীর আদি রূপ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা আরম্ভ–
বাংলা– ৩ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ৩টে ৪৬ মিনিট।
নিশীথকালে রাত ১০টা ৫৮ মিনিট গতে ১১টা ৪৬ মিনিটের মধ্যে শ্রীশ্রী শ্যামা পূজা।
অমাবস্যা শেষ–
বাংলা– ৪ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২১ অক্টোবর, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–
অমাবস্যা আরম্ভ-
বাংলা– ২ কার্তিক, সোমবার।
ইংরেজি– ২০ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ২টো ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড।
অমাবস্যা শেষ–
বাংলা– ৩ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২১ অক্টোবর, মঙ্গলবার।
সময়– বিকেল ৪টে ২৫ মিনিট ২৩ সেকেন্ড।