আমাদের নানা বিষয়ে নানা মতবাদ রয়েছে। পশুপাখিদের নিয়েও নানা ধরনের মতবাদ প্রচলিত রয়েছে। আমরা অনেকেই মনে করি সকালবেলা বা কোনও শুভ কাজে যাওয়ার আগে এক শালিক দেখা খুবই খারাপ, তা হলে বোধহয় দিনটা খারাপ যাবে। এক শালিক দেখা কি সত্যি খারাপ? এই নিয়ে বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে তা দেখে নেব।
গ্রামগঞ্জে হোক বা শহরে, সব জায়গাতেই শালিক দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন, শালিক জোড়া দেখা ভাল, আর এক শালিক দেখা কি সত্যিই খারাপ? এই ধারণার বিশেষ কারণ রয়েছে। আমরা অনেক জিনিসের জোড়াকেই শুভ বলে মনে করি। ঘরে পাখির ছবি লাগালেও জোড়া পাখির ছবি লাগাই। আবার বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হলে ঘরের সামনে কলাগাছ পোঁতা হয় সেটাও জোড়া। অর্থাৎ, আমরা সব জিনিসই জোড়া হিসাবে দেখতে পছন্দ করি বা শুভ বলে মানি। জোড়া শালিক দেখা শুভ, এই জোড়া বলতে শুধু দুটো শালিককে বোঝানো হচ্ছে না। এই জোড়া বলতে একটা স্ত্রী শালিক এবং একটা পুরুষ শালিককে বোঝানো হচ্ছে। বেশির ভাগ মানুষই যে হেতু শালিকের প্রকারভেদ সম্পর্কে অজ্ঞ, তাই বুঝতে পারা যায় না কোনটা পুরুষ শালিক আর কোনটা স্ত্রী। আমাদের দেখা জোড়া শালিকদের মধ্যে হয়তো দুটোই ছেলে শালিক বা দুটোই মেয়ে শালিক। এতে লাভের লাভ কিছু হয় না। কেবলমাত্র একটা পুরুষ শালিক আর একটা স্ত্রী শালিকের জোড়া একসঙ্গে দেখাই শুভ।
তবে এক শালিক দেখার প্রতিকার হিসাবে কলাগাছ দেখে নেওয়া যেতে পারে। আবার এক শালিক দেখার পর যদি অনেকগুলো শালিক একসঙ্গে দেখে নেওয়া হয় তা হলে সেটির অশুভ প্রভাব অনেকটা কমে যায় বলে মনে করা হয়।