Advertisement
০৮ মে ২০২৪

আপনি কি জ্যোতিষী হতে পারেন? কী বলছে জন্মছক?

জ্যোতিষী হওয়ার যোগ সম্পর্কে দেখে নেওয়া যাক।

গ্রাফিক: তিয়াষা দাস

গ্রাফিক: তিয়াষা দাস

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

জ্যোতিষশাস্ত্র বিভিন্ন মুনি-ঋষির জীবনব্যাপী গ্রহ ও নক্ষত্রের পর্যবেক্ষণগত অভিজ্ঞতার ফসল। নক্ষত্রের রাশি ও ভাবগত অবস্থান অনুযায়ী জ্যোতিষের বিভিন্ন সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে যুক্তিপূর্ণ বাস্তব পরামর্শ দেওয়া ও সঠিক পথ দেখানোই প্রকৃত জ্যোতিষীর লক্ষণ। এ বার জ্যোতিষী হওয়ার যোগ সম্পর্কে দেখে নেওয়া যাক।

১) যদি দশমপতি বুধের নবাংশে অবস্থান করে তবে জাতক জ্যোতিষ কর্মে নিযুক্ত হতে পারবেন।

২) মিথুন রাশিতে রবির অবস্থান জ্যোতিষশাস্ত্রে আগ্রহকে নির্দেশ করে। আবার সিংহ রাশি চন্দ্র, বুধ দ্বারা দৃষ্ট হলেও জাতক জ্যোতিষী হতে পারবেন।

৩) যদি লগ্নপতি তৃতীয়ে অবস্থান করে, তা হলে কোনও ব্যক্তি বিখ্যাত জ্যোতিষী হতে পারেন।

৪) দশম পতি বুধের রাশিতে অবস্থান করলে জাতক জ্যোতিষী হতে পারে।

৫) যদি পঞ্চম পতি দ্বিতীয়ে শুভ যোগ সৃষ্টি করে, তবে জাতক জ্যোতিষী হবেন, এবং তার ভবিষ্যদ্বাণী সঠিক ভাবে মিলবে।

৬) যদি দ্বিতীয় পতি রবি বা মঙ্গল হয়ে বৃহস্পতি ও শুক্র যুক্ত অথবা দৃষ্ট হয় তবে জাতক ভাল জ্যোতিষী হবেন।

৭) বুধ কেন্দ্রস্থ, পঞ্চম বা দ্বিতীয়ে অবস্থান করলে অথবা রবি ও বুধ একত্রে দ্বিতীয়ে বা পঞ্চমে অবস্থান করলে জাতক জ্যোতিষী হতে পারে।

৮) কেতু লগ্ন বা পঞ্চম নামে বা কারকাংশে অবস্থান করলে তা জাতককে গণিত ও জ্যোতিষশাস্ত্রে পারদর্শী করে।

আরও পড়ুন: ২০১৯ সালের কেমন যাবে আপনার স্বাস্থ্য

৯) রবি এবং বুধ অথবা বুধ এবং শুক্রের দ্বিতীয় অবস্থান কোনও জাতককে যুক্তিপূর্ণ কথাবার্তা, মিষ্টভাষী, বাকপটু এবং জ্যোতিষে পারদর্শী করে থাকে।

১০) দ্বিতীয় বা তৃতীয় বা পঞ্চম বা একাদশ ভাবে বুধ বা শুক্র বা বৃহস্পতি বা কেতু বা পূর্ণচন্দ্রের অবস্থান বা যোগ দৃষ্টি সম্পর্ক জ্যোতিষ শাস্ত্রের আগ্রহ বা সহায়ক।

১১) বুধের কন্যা রাশিতে অবস্থান কোনও জাতককে জ্যোতিষশাস্ত্রে আগ্রহী করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrologer Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE