চলে এল বড়দিন। যাঁরা নিয়মিত লটারি কাটেন, বিশেষ দিনগুলিতে লটারি খেলার আগ্রহ তাঁদের বরাবরই বেশি। উৎসবের মরসুমে উপহার পেতে কার না ভাল লাগে! বড়দিন মানেই প্রাপ্তির দিন। যদিও এটি পাশ্চাত্য সংস্কৃতির অংশ, তবে বাঙালি হিন্দুরাও সেটিকে সাদরে গ্রহণ করেছেন। আমাদের কাছে বড়দিন মানে কেক খাওয়া, বাচ্চাদের মজার উপহার দেওয়া, বন্ধু ও পরিবারের সঙ্গে হুল্লোড় প্রভৃতি। বিশেষ এই দিনে লটারি কেটে উপহার পেতে কার না ভাল লাগে! শাস্ত্রমতে, এই বছরের বড়দিনে লটারি কেটে পাঁচ রাশির ব্যক্তিদের ভাগ্য বদলে যেতে পারে। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশি খ্রিস্টমাসে লটারি কেটে লাভবান হবেন?
মেষ: বড়দিনে লটারি কেটে বড় খবর পেতে পারেন মেষ জাতক-জাতিকারা। খুব ভাল প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ টাকা না পেলেও খালি হাতে ফিরতে হবে না। খ্রিস্টমাসের সারা দিনই মেষ রাশির ব্যক্তিদের ভাল প্রাপ্তিযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
তুলা: ভাগ্য যাচাই করে দেখার ইচ্ছা থাকলে তুলা রাশির জাতক-জাতিকারাও বড়দিনে লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ রয়েছে। তুলা রাশির ব্যক্তিদের অর্থভাগ্যও খুব ভাল দেখা যাচ্ছে। তাই ইচ্ছামতো লটারি কাটতে পারেন। হতাশ না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।
আরও পড়ুন:
ধনু: খ্রিস্টমাসে লটারি কেটে ভাগ্য বদলাতে পারে ধনু রাশির জাতক-জাতিকাদেরও। প্রাপ্তিযোগ খুব ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে বলে মনে করা হচ্ছে। ২৫ ডিসেম্বর যে কোনও সময় লটারি কাটা যেতে পারে। কম অঙ্কের হলেও লটারি কেটে দেখতে পারেন।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারাও লটারি কেটে লাভ করবেন। বড়দিনে মকর রাশির ব্যক্তিদের ভাগ্যে খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। কম অঙ্কের হলেও লটারি কেটে দেখতে পারেন। লোকসানের আশঙ্কা নেই বললেই চলে। ভাগ্য যাচাই করে দেখার জন্য বড়দিন মকর রাশির ক্ষেত্রে উপযুক্ত বলা যেতে পারে।
আরও পড়ুন:
মীন: মীন রাশির ব্যক্তিরা খ্রিস্টমাসে লটারি কেটে ভাগ্য বদলে ফেলতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। ২৫ তারিখ সকাল থেকে রাত, যে কোনও সময় লটারি কাটা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই সুযোগ বার বার পাবেন না। খ্রিস্টমাসে লটারি কেটে মীন রাশির ব্যক্তিদের অর্থকষ্ট দূর হতে পারে।