কুনজর বড়ই মারাত্মক। সাজানো জীবনকে তছনছ করে দিতে বেশি সময় নেয় না। আমাদের আশপাশে নানা মানুষ রয়েছে। তাঁদের কেউ যেমন আমাদের ভাল চান, তেমনই কিছু মানুষ আমাদের ক্ষতিতেই খুশি হন। শত্রুদের চট করে চিনে ওঠা সহজ ব্যাপার না। এঁরা বেশির ভাগ ক্ষেত্রে ভাল মানুষ সেজে জীবনে প্রবেশ করেন ও জীবন তছনছ করে চলে যান। শাস্ত্রমতে, সকলের উপর নজরদোষের সমান প্রভাব পড়ে না। কেউ বেশিই খারাপ ফল পান, কিছু মানুষের ক্ষেত্রে কুনজর তেমন জাঁকিয়ে বসতে পারে না। পাঁচ রাশির ব্যক্তিরা দুর্ভাগ্যবশত খারাপের দলেই রয়েছেন। খারাপ নজরের কবলে পড়তে এঁদের বেশি সময় লাগে না।
আরও পড়ুন:
কারা চট করেই কুনজর দ্বারা প্রভাবিত হয়ে যান?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা সকলের সঙ্গে মিশতে ভালবাসেন। কার মনে কী চলছে সেটা না জেনেই এঁরা গল্পের সাগরে ডুব দেন। নিজের গোপন কথা বলতেও দু’বার ভাবেন না। সেই কারণে মিথুন রাশির ব্যক্তিদের উপর খারাপ নজর দেওয়া কোনও কঠিন কাজ নয়। এঁদের সঙ্গে মেশা সহজ বলে, এঁদের ক্ষতিও করা যায় বিশেষ পরিশ্রম ছাড়াই।
কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির ব্যক্তিরা তোষামোদপ্রিয় হন। কেউ এঁদের প্রশংসা করলেই এঁরা গলে যান। তাঁর কাছে মনের সকল কথা বলতে বসে যান। আর সেখানেই ঘটে বিপদ। আবেগের বশে এঁরা মানুষ চিনতে ভুল করেন। ফলত ভুল মানুষের সঙ্গে কথা ভাগ করে নেওয়ায় এঁরা কুনজরের ফাঁদে পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই এঁদের মারাত্মক ক্ষতি হয়ে যায়।
আরও পড়ুন:
সিংহ: যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। নিজের বড়াই করার সুযোগ এঁরা কখনও হাতছাড়া করেন না। তবে সিংহ রাশির ব্যক্তিদের এই স্বভাবই তাঁদের জন্য কাল হয়ে নেমে আসে। তাঁদের ভালতে অপর ব্যক্তি সহজেই খারাপ নজর দিয়ে দেন। তাই পরে গিয়ে ভালটা খারাপে পরিণত হতে থাকে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরাও চট করে খারাপ নজরের শিকার হয়ে পড়েন। যদিও এঁরা নিজে থেকে কারও কাছে তাঁদের ক্ষমতার গান গাইতে যান না। তবে আশপাশের ব্যক্তিরা এঁদের কার্যক্ষমতা দেখে ঈর্ষান্বিত বোধ করেন। ফলত বৃশ্চিক রাশির ব্যক্তিরা চেয়েও কুনজরকে এড়িয়ে চলতে পারেন না। লোকের খারাপ উদ্দেশ্য এঁদের ক্ষতি করেই ছাড়ে।
আরও পড়ুন:
মীন: মীন রাশির ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল হন। এঁদের আধ্যাত্মিক জ্ঞানও হয় মারাত্মক ভাল। তবে যে কোনও খারাপ শক্তির দ্বারা এঁরা চট করে প্রভাবিত হয়ে পড়েন। কুনজরের ঝামেলা এঁদের জীবনে লেগেই থাকে। যে হেতু এঁরা নিজের জগতে থাকতে বেশি ভালবাসেন, তাই কার মনে কী উদ্দেশ্য তা মীন রাশির ব্যক্তিরা বুঝে উঠতে পারেন না।