Advertisement
০৮ ডিসেম্বর ২০২৪
Astrological Birth Chart

জন্মছকে গ্রহের অবস্থান এবং হাতের রেখা বলে দিয়ে পারে আপনি জীবনে কতটা সম্মান পাবেন

কোন মানুষের জীবনে সম্মানহানি ঘটবে সেটিও যেমন জন্মছক এবং হাতের রেখা দেখে বলে দেওয়া যায়, তেমনই কোন মানুষ সারা জীবন সম্মান পাবেন, অথবা ভবিষ্যতে তিনি একজন সম্মাননীয় ব্যক্তি হবেন কি না, সেটিও বলে দেওয়া যায়।

Know the planets in a birth chart that explain the amount of respect one is likely to receive in life

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৮:৪৮
Share: Save:

সম্মান আমাদের জীবনের একটা বড় সম্পদ। জীবনে সম্মান অর্জন করার জন্য কোনও কোনও সময় আমাদের অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়। সম্মান যদি এক বার নষ্ট হয়ে যায়, সেটা আবার ফিরিয়ে আনা খুবই কঠিন। জন্মছকে গ্রহের অবস্থান এবং হাতের রেখার উপর মানসম্মানের বিষয়টা নির্ভর করে। কোন মানুষের জীবনে সম্মানহানি ঘটবে সেটিও যেমন জন্মছক এবং হাতের রেখা দেখে বলে দেওয়া যায়, তেমনই কোন মানুষ সারা জীবন সম্মান পাবেন, অথবা ভবিষ্যতে তিনি একজন সম্মাননীয় ব্যক্তি হবেন কি না, সেটিও বলে দেওয়া যায়। বৃহস্পতি, রবি এবং মঙ্গল গ্রহই হল মানুষের মানসম্মান বৃদ্ধির কারক।

• রবি যদি জন্মকালীন রাশিচক্রে নিজের ক্ষেত্রে থাকে এবং যদি উচ্চস্থ থাকে, তা হলে মানসম্মান, প্রভাব-প্রতিপত্তি সব ঠিক থাকে।

• বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ হলে যে কোনও মানুষ সম্মানের উচ্চ শিখরে বাস করেন।

এ বার হাতের রেখার বিচার দেখে নেওয়া যাক:

১) রবিরেখা যদি সোজা আঙুল থেকে নীচে মণিবন্ধ পর্যন্ত নেমে আসে, তা হলে তিনি ভাগ্যবান। এই সকল মানুষ যশ, অর্থ এবং সম্মানের অধিকারী হন।

২) যাঁদের রবিরেখা বেঁকে শনির দিকে আসে, তাঁদের অসম্মানিত হওয়ার আশঙ্কা থাকে।

৩) যদি কোনও মানুষের রবিরেখা খুব ছোট হয় বা না থাকে, তবে সেই মানুষ কখনও সুনাম অর্জন করতে পারেন না।

৪) যাঁদের রবিরেখা ভাগ্যরেখা পর্যন্ত আসে, সেই সকল মানুষের জীবনে যথেষ্ট সম্মানপ্রাপ্তি ঘটে।

৫) রবিরেখা যদি কেতুর স্থান পর্যন্ত নেমে আসে, তা হলে বিপুল সম্মানপ্রাপ্তির সম্ভাবনা থাকে।

৬) যদি পিতৃরেখা যুগ্ম দৃষ্ট দেয়, তবে জাতক প্রচুর সম্মানের অধিকারী হন।

৭) রবিরেখা যদি তরঙ্গায়িত হয়, তা হলে জাতক পণ্ডিত হলেও সম্মানপ্রাপ্তিতে পিছিয়ে থাকতে পারেন।

অন্য বিষয়গুলি:

Birth Chart Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy