Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জন্ম তিথির অনুযায়ী আপনার চরিত্র বিচার

আপনার জন্ম তিথি অনুযায়ী ফলপ্রাপ্তি দেখে নিন

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

আপনার জন্ম তিথি অনুযায়ী ফলপ্রাপ্তি দেখে নিন-

প্রতিপদ (প্রথমা)- এই তিথিতে জন্মানো জাতক মহাপাপী হয়। কিংবা হয় পাপীদের সঙ্গী, ধনহীন। এরা নিজ বংশের মুখে কালি ছেটায়।

দ্বিতীয়া- এই তিথির জাতক পরস্ত্রীগামী, চোর এবং লম্পট হয়।

তৃতীয়া- এই তিথির জাতক ঈর্ষাপরায়ণ, দরিদ্র ও ভাগ্যহীন হয়।

চতুর্থী- ভোগী, বিলাসী, দাতা, বন্ধুপ্রেমী, বিদ্যান, ধনবান, সন্তানযুক্ত হয়।

পঞ্চমী- গুণবান, পিতামাতার আজ্ঞাপালক, ব্যবহার-কুশল ও নিজ শরীরে প্রতি যত্নবান হয়।

ষষ্ঠী- ঝগড়াটে স্বভাবের হয়। এরা প্রেমী ও দরিদ্র হয়।

আরও পড়ুন: মিথুন লগ্নের জাতক-জাতিকারা কেমন হয় জেনে নিন

সপ্তমী- জাতক তেজস্বী, ভাগ্যবান, ধনবান, পুত্রবান ও সুখী হয়।

অষ্টমী- দাতা, দয়াবান, সজ্জন, ধর্মাত্মা ও সত্যভাষী হয়।

নবমী- ধার্মিক, স্ত্রীপ্রেমী, ধনবান এবং শাস্ত্রজ্ঞ হয়।

দশমী- ধর্ম- অধর্ম সম্পর্কে ওয়াকিবহাল, ধনবান ও তেজস্বী হয়।

একাদশী- জাতক ধনবান, বুদ্ধিমান, জ্ঞানবান ও সুখী হয়।

দ্বাদশী- চঞ্চল স্বভাবের ও বিরক্তি ভাবাপন্ন হয়।

ত্রয়োদশী- ইন্দ্রিয়পরায়ণ, জ্ঞানী, ধার্মিক ও পরোপকারী হয়।

চতুর্দশী- ধার্মিক, বীর, যশস্বী, জ্ঞানবান ও উচ্চপদস্থ ব্যক্তির অনুগ্রহ পায়।

অমাবস্যা- অলস, কুটিল স্বভাবের, পরাক্রমী ও জ্ঞানবান হয়।

পূর্ণিমা- ধনবান, বুদ্ধিমান, সুখাদ্যরসিক। পরস্ত্রী বা পরপুরুষের উপর আসক্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Character Birth Tithi Birth Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE