রোজকার জীবনে আমাদের নানা কুসংস্কারের সম্মুখীন হতে হয়। সাধারণত বাড়ির বয়স্করাই এই সমস্ত কথা বলে থাকেন। বিড়ালের রাস্তা কাটা থেকে বেরোনোর সময় হাঁচি দেওয়া অশুভ, এমন নানা প্রকার বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। যদিও আদতে সেগুলির কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তেমনই একটি প্রচলিত বিশ্বাস হল বাইরে বেরোনোর সময় পিছু ডাকা। বিশ্বাস করা হয় যে, বাইরে বা কোনও শুভ কাজে বেরোনোর সময় নাকি পিছু ডাকতে নেই। এতে অশুভ প্রভাব পড়ে। কেবল দিদা-ঠাকুরমারাই নন, মায়েদের মুখেও হামেশাই এই কথা শুনতে পারা যায়। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নেই, তবে জ্যোতিষশাস্ত্রে এর কোনও ব্যাখ্যা রয়েছে কি?
আরও পড়ুন:
শুভ কাজে বেরোনোর সময় কি পিছু ডাকা খারাপ?
জ্যোতিষশাস্ত্র বলছে, বাইরে বেরোনোর সময় পিছু ডাকা উচিত নয়। তা হলে সেই যাত্রা অশুভ হতে পারে। কোনও অঘটন বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। কোনও শুভ কাজে যাওয়ার সময়ও পিছন দিয়ে ডাকা উচিত নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ এর ফলে কাজটি ভেস্তে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। যদিও কাউকে পিছন দিয়ে ডাকা একটি অতি সাধারণ ব্যাপার। কোনও দরকারি কথা বলতে ডাকতে হতেই পারে। তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম ডাকা যায়।