রাহুল গান্ধী নিজের নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলছেন না বলে কয়েক দিন আগেই অভিযোগ করেছিল সিআরপিএফ। এ বার পঞ্জাবের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়়ে লোকসভার বিরোধী দলনেতা তাঁর নিরাপত্তার ব্যবস্থা নিয়েই পাল্টা প্রশ্ন তুলে দিলেন।
পঞ্জাবে পাকিস্তানের সঙ্গে জুড়ে থাকে আন্তর্জাতিক সীমান্তের কাছেই বন্যা পরিস্থিতি দেখতে আজ রওনা দিয়েছিলেন রাহুল। তবে সীমান্তের কাছাকাছি একটি এলাকায় তাঁকে যেতে দেওয়া হলেও অন্য একটি এলাকাতে সফর করা নিয়ে আপত্তি তোলেন সরকারি আধিকারিকেরা।
এই প্রসঙ্গে পঞ্জাব প্রশাসনের আধিকারিকেরা রাহুল ও উপস্থিত স্থানীয় কংগ্রেস নেতাদের জানান, ওই বিশেষ অঞ্চলটিতে কাঁটাতারের বেড়া ভেঙে গিয়েছে।
ফলে তাঁদের আশঙ্কা সীমান্ত লাগোয়া ওই অঞ্চলে গেলে রাহুল গান্ধীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভারতের জমিতে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না কেন এবং সেখানে লোকসভার বিরোধী দলনেতার নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না কেন প্রশাসন— তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।
এই ব্যাপারে পরে সমাজমাধ্যমে সেই ভিডিয়ো প্রকাশ করে রাহুল গান্ধী লিখেছেন, ‘নিরাপত্তার ভয় অন্য কাউকে দেখান— ভারতে বসবাসকারী যে মানুষেরা দুর্দশার মধ্যে রয়েছেন, তাঁদের কথা শোনা আমার অধিকার ও দায়িত্ব’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)