এসইউভি-র সঙ্গে ট্রাকের ঘষা লেগেছিল। সেই নিয়ে বাদানুবাদ শুরু। শেষে রাগারাগি এই পর্যায়ে পৌঁছয় যে গাড়িতে উপস্থিত দুই যাত্রী টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেন ট্রাকচালককে। তখন তাঁরা বলেছিলেন থানায় নিয়ে যাবেন। কিন্তু অভিযোগ, সেটা না করে ওই দুই যাত্রী ট্রাকচলককে অপহরণ করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখেন। নবি মুম্বইয়ের এই ঘটনায় পুলিশ বিতর্কিত প্রাক্তন আইএএস শিক্ষানবিশ পূজা খেড়করের পুণের বাড়ি থেকে উদ্ধার করেছে অপহৃত ট্রাকচালককে।
ভুয়ো ওবিসি শংসাপত্র ও প্রতিবন্ধী সংরক্ষণের শংসাপত্র দেখিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় বসায় অভিযুক্ত পূজা। ফের নতুন বিতর্কে জড়ালেন তিনি। অভিযোগ, শনিবার সন্ধ্যায় নবি মুম্বই টাউনশিপে মুলুন্দ-আইরোলি রোডে একটি সিমেন্ট মেশানোর ট্রাক নিয়ে যাচ্ছিলেন ২২ বছর বয়সি প্রহ্লাদ কুমার। এ সময়ে একটি এসইউভি-র গায়ে ঘষা লাগে ট্রাকটির। প্রহ্লাদের সঙ্গে এসইউভি-র যাত্রীদের ঝামেলা বাধে। প্রহ্লাদকে তাঁরা গাড়িতে তুলে নেন। বলেন থানায় যাবেন। কিন্তু তা তাঁরা করেননি। এর পরে ট্রাক মালিক অপহরণের অভিযোগ তুলে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ধারায় থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ প্রথমে এসইউভি-টিকে পুণের একটি বাংলোয় খুঁজে পায়। তার পর তারা অপহৃতকেও পূজা খেড়করের ওই বাংলো থেকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না পূজার মা। তিনি পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করে দেন। যদিও পুলিশ ঠিক বাড়িতে ঢুকে যায়। তার পর সেখান থেকে উদ্ধার করে প্রহ্লাদকে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন প্রহ্লাদকে অপহরণ করা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পূজা খেড়করের মাকে ডেকে পাঠানো হয়েছে থানায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)