প্রাচীন কাল থেকেই লক্ষণ শাস্ত্রের প্রচলন দেখা যায়। হাজার হাজার লোক এই শাস্ত্রকে পরীক্ষা করে দেখেছেন, বুঝেছেন। প্রাচীন গ্রন্থেও লক্ষণ শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এখানে এমনই কিছু প্রামাণ্য তথ্য পরিবেশিত হল। আপনিও এগুলি যাচাই করে দেখতে পারেন। প্রথমে একটি বিষয় অবশ্যই জানুন যে এই সকল লক্ষণ বা চিহ্নগুলি প্রাকৃতিক ভাবে ঘটছে না জেনে বুঝে কেউ আপনার সঙ্গে মজা করছে। যেমন, হয়ত ঘর থেকে বের হচ্ছেন, এ সময় ইচ্ছা করে কেউ পেছন থেকে হাঁচি দিল। এ ক্ষেত্রে এটিকে কিন্তু কোনও অশুভ লক্ষণ বোঝাবে না।
এখন আসুন কয়েকটি প্রাণীর হাবভাব দেখে ভবিষ্যতে অবস্থা কেমন যাবে তা জেনে নিই।
প্রথমেই আসি কাক সম্পর্কে
১। ছাদের রেলিংয়ে বসে কাক যদি চেঁচায়, তবে ঘরে প্রিয় অতিথির আগমনে সম্ভাবনা আছে বুঝবেন।
২। মাথায় কাক বসলে সামনেই মৃত্যুভয় আছে বুঝবেন।
৩। কাক যদি মাথায় আঘাত করে তবে ভয়ঙ্কর কোনও সঙ্কট উপস্থিত হতে পারে বুঝবেন।
৪। খাওয়ার সময় কাক যদি আপনার খাবার কেড়ে নিয়ে যায় তবে কোনও যুদ্ধ বা মোকদ্দমায় পরাজয় হবে বুঝতে হবে।
৫। নগর বা গ্রামের উপর যদি অনেক কাক একত্রিত হয়ে শব্দ করতে থাকে তবে সেখানে আকাল হওয়ার সম্ভাবনা দেখা যায়।
(ক্রমশ)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy