বিনামূল্যে জিনিস পেতে কার না ভাল লাগে! বিনামূল্যে জিনিস নেওয়ার প্রবণতা কিন্তু বিপদ ডেকে আনতে পারে জীবনে। বিনা পয়সায় আনা বিশেষ কয়েকটি জিনিস ঘরে আনলে জীবন থেকে দূর হয়ে যেতে পারে সুখ-সমৃদ্ধি। শাস্ত্রমতে এমন কিছু জিনিস আছে, যা কখনও বিনা পয়সায় নিতে নেই। তাতে কুপিত হন কর্মফলের দেবতা। বিনামূল্যের জিনিস নিলে অসন্তুষ্ট হন শনিদেব। তাঁর রোষে ছারখার হয়ে উঠতে পারে সংসার। কুপ্রভাব পড়ে ব্যক্তিজীবনে। অল্প সময়ের মধ্যে জীবনে নেমে আসতে পারে দারিদ্রের অভিশাপও।
আরও পড়ুন:
দৈনন্দিন জীবনে অনেক সময়ই আমরা আত্মীয়, বন্ধুবান্ধব বা পরিচিতের থেকে অজান্তেই কিছু জিনিস বাড়িতে নিয়ে চলে আসি। ছোটখাটো জিনিসগুলিই জীবনে নানা সমস্যার ঝড় তুলতে পারে। না জেনেই সেগুলিকে বাড়িতে স্থান দিলে অশুভ ফল দান করে। কারণ শনিদেব এই ধরনের আচরণে রুষ্ট হন। কারণ তিনি কর্মফল দান করেন। কিছু বস্তু বা সামগ্রী বিনামূল্যে নিলে ক্ষুব্ধ হন শনিদেব। তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু জিনিস বিনা পয়সায় নিলে হিতে বিপরীত হতে পারে। সংসারে সুখের স্থান অধিকার করে নেবে দারিদ্র।
তেল: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তেল হল এমন একটি বস্তু, যা কখনই কারও থেকে বিনামূল্যে নেওয়া উচিত নয়। কারণ তেলের সঙ্গে শনির বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ শনিকে তুষ্ট করতে শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। সেই তেল যদি নিজের উপার্জিত অর্থে না কিনে অন্য কারও থেকে বিনা পয়সায় নেওয়া হয় তবে অসন্তুষ্ট হন কর্মফল দেবতা শনি।
লোহা: তেলের মতোই আরও একটি জিনিস হল লোহা। লোহাকেও শনির সঙ্গে সম্পর্কযুক্ত বলে ধরা হয়। তাই শনিবার বাড়িতে লোহা আনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। বিনা পয়সায় লোহার জিনিসপত্র কারও থেকে নিলে শনি কুপিত হন। সংসারে আর্থিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাই টাকা না দিয়ে কারও থেকে লোহার জিনিস নেওয়া থেকে বিরত থাকুন।
তিল: শনিদেবকে প্রসন্ন রাখতে তিল অর্পণ করা হয়। সেই দ্রব্যটিও কারও কাছ থেকে বিনামূল্যে নিলে শনিদেব ক্রুদ্ধ হন। তাঁর নেতিবাচক দৃষ্টি পড়তে পারে সেই ব্যক্তির উপর। শনির প্রতিকূল অবস্থার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। কাজে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সামগ্রীটি আবার শনির পাশাপাশি রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই বস্তুটি ভুলেও বিনামূল্যে গ্রহণ করবেন না।
নুন: বাড়িতে অনেক সময়ই নুন ফুরিয়ে যায়। না জেনেই প্রতিবেশীর কাছ থেকে অল্প নুন এনে কাজ চালিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে নিই। সেই প্রবণতা বন্ধ করাই শ্রেয়। ধার করে বা বিনামূল্যে নুন নেওয়া জীবনে বড় সমস্যা ডেকে আনতে পারে। বিনা পয়সার নুন দেওয়া বা নেওয়া যা-ই হোক না কেন, উভয়ের উপরই শনিদেবের রোষ পড়তে পারে।