Advertisement
০২ মে ২০২৪

সরস্বতী পূজায় কোন রাশির প্রেমের ক্ষেত্র কেমন

জ্যোতিষ মতে সরস্বতী পূজার দিন কোন কোন রাশির রোমান্সের দিকটি প্রবল ও মধুর হতে চলেছে, দেখে নেওয়া যাক।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৩
Share: Save:

সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইনস ডে। শীত প্রায় শেষ। বাতাসে বসন্তের মৃদুমন্দ আগমন। এই সময়ে বাসন্তী শাড়িতে সেজেগুজে সদ্য কিশোরী ও সদ্য যুবতীরা বেরোবে। সঙ্গে উৎসুক চোখে অপেক্ষা করবে রোড-সাইড রোমিওরা। এক চিলতে হাসির প্রশ্রয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এক মিষ্টিমধুর পর্বের। কিন্তু সব পর্বেরই কি মধুরেণ সমাপয়েৎ হয়? না শেষ হয় বিষাদ, হতাশা, চোখের জলে।

যাই হোক, জ্যোতিষ মতে সরস্বতী পূজার দিন কোন কোন রাশির রোমান্সের দিকটি প্রবল ও মধুর হতে চলেছে, দেখে নেওয়া যাক।

মেষ, সিংহ ও ধনু- এই তিনটি রাশির মানুষের জীবনে নতুন প্রেম ও বিবাহ যোগ রয়েছে। বিয়ের আশা ছেড়ে দিয়েছিলেন এমন মানুষের জীবনেও এ বার সত্যিই বসন্তের বাতাস দোলা দিয়ে যেতে পারে।

আরও পড়ুন: শ্রীশ্রীসরস্বতী পূজার সময় ও নির্ঘণ্ট

বৃষ, কর্কট ও বৃশ্চিকের জাতক জাতিকারা সাবধান থাকুন, কোনও বিবাহ বহির্ভূত বা অসামাজিক সম্পর্ক হৃদয়ে দোলা দিতে পারে। সে ক্ষেত্রে পারিবারিক কলহ, অবিশ্বাস, বিরোধ থেকে শুরু করে সংসার ভাঙা পর্যন্ত ঘটতে পারে।

আপনাদের জন্য কয়েকটি কার্যকরী টোটকা জানাই, যেগুলো পালন করলে মনের মানুষ আরও মনোমত হয়ে উঠবেন।

১। পানপাতায় মধু দিয়ে প্রেমিক বা প্রেমিকার নাম লিখে পূর্ণিমার দিন গঙ্গা বা স্রোতযুক্ত নদীর জলে ভাসিয়ে দেবেন। পরপর তিনটি পূর্ণিমায় এই প্রয়োগটি করুন। কোনও কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে তা কেটে যাবে।

আরও পড়ুন: সরস্বতী পুজো কুইজ

২। ম্যান্ডারিন ডাকসের ছবি শোবার ঘরে রাখুন।

৩। রতি-কামদেবের কবচ ধারণ করুন। প্রেমে সুখ ও শান্তি পাবেন।

৪। ডবল এলিফ্যান্ট রাখুন শোবার ঘরে। মনোমতো সঙ্গী পাবেন জীবনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saraswati Puja Love Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE