Advertisement
০৩ মে ২০২৪

বাস্তুর যে দোষগুলি কাটালে যৌন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে

যৌন সঙ্গম সব সময় দৈহিক সন্তুষ্টির জন্য নয়, দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতা বা দু’জনের সম্পর্ক আরও গভীর করতেও তা সাহায্য করে। অনেক সময় দেখা যায়, দাম্পত্য জীবনে দু’জন সঙ্গী কাছে থেকেও তাদের মধ্যে প্রচুর দূরত্ব বেড়ে যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

যৌন সঙ্গম সব সময় দৈহিক সন্তুষ্টির জন্য নয়, দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতা বা দু’জনের সম্পর্ক আরও গভীর করতেও তা সাহায্য করে। অনেক সময় দেখা যায়, দাম্পত্য জীবনে দু’জন সঙ্গী কাছে থেকেও তাদের মধ্যে প্রচুর দূরত্ব বেড়ে যায়। দাম্পত্য সম্পর্ক নানা কারণে ভাঙতে পারে। কিন্তু যদি এই দূরত্ব যৌনতার সমস্যার কারণে হয়, তা হলে এই সহজ কয়েকটি উপায় মেনে চললে একটু হলেও যৌন সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যেতে পারে।

১) প্রথমেই বলব বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তবে যে কোনও উপায়ে সেটা কাটানোর চেষ্টা করুন। খুব শীঘ্র বাস্তুবিদ দিয়ে বাড়ির বাস্তু সংলগ্ন দিকগুলি ঠিক করিয়ে নিতে হবে। বেডরুম যেন কোনও রকম ভাবে অপরিষ্কার না থাকে।

২) বেডরুম বাড়ির যে কোণেই হোক, যেন উত্তর পুর্ব দিকে কোনও মতেই না হয়। এতে আপনার যৌন সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে পারে।

৩) বিছানার গদি বা ম্যাট্রেস যেন সব সময় একটাই হয়। সেটা কখনওই যেন দুটো ভাগে ভাগ করা না থাকে।

৪) বেডরুমে বিছানার সামনে যেন আয়না না থাকে। বেডরুমে আয়না পুরোপুরি বর্জনীয়।

আরও পড়ুন: রাশি অনুযায়ী জাতক-জাতিকার প্রেমের স্বভাব কেমন হয়

৫) বেডরুমে ইলেকট্রনিক জিনিস (টিভি, কম্পিউটার ইত্যাদি) যতটা সম্ভব না রাখাই ভাল। এসব বস্তু বেডরুমে রাখলে দু’জনের সম্পর্ক নষ্ট হতে পারে।

৬) বেডরুমের দরজা জানলা সব সময় বড় রাখতে হবে। সুর্যের আলো ভাল ভাবে যেন ঘরে ঢুকতে পারে। এতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়।

৭) বিছানায় যে দিকে মাথা রাখা হয়, সে দিকে দম্পতির ছবি বা লাভ বার্ডের ছবি লাগালে সম্পর্ক সুমধুর হয়।

৮) যখনই বালিশ কিনবেন, সেটা কখনওই একটা কিনবেন না, এক জোড়া কিনবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sex life Love Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE