বহু মানুষই জানেন যে সূর্য এখন মকরে অবস্থান করছে। পৌষ সংক্রান্তির দিন সূর্য ধনু ছেড়ে মকরে প্রবেশ করেছে। শুরু হয়েছে সূর্যের উত্তরায়ণ। তবে অনেকেই জানেন না যে তার কিছু দিন পরেই বুধও সূর্যের পিছু নিয়েছে। প্রবেশ করেছে মকরে। ১৭ নভেম্বর রাশি পরিবর্তন করে বুধ মকরে প্রবেশ করেছে। ফলত তৈরি হয়েছে এক বিরল সংযোগ। শুক্র ও মঙ্গল আগে থেকেই মকরে উপস্থিত ছিল। এখন সেখানে বসেছে বুধ ও সূর্য। এই শক্তিশালী সংযোগের প্রভাবে রাশিচক্রের চার রাশির জীবনে সুখের দিন এসেছে বলে মনে করছেন জ্যোতিষী। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন চার রাশি ভাল ফল পাবেন?
মেষ: মেষ রাশির ব্যক্তিরা পেশাজীবনে এই সময় অনেকটা এগিয়ে যাবেন। সাহায্য করবে আপনাদের পরিশ্রম করার ক্ষমতা। আপনাদের কর্মদক্ষতা এতটাই বৃদ্ধি পাবে যে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। পদোন্নতির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়ও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই সময়কাল আপনাদের অগ্রগতির জন্য উপযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। মন চাইলে এই সময় নতুন চাকরির খোঁজ করতে পারেন।
আরও পড়ুন:
বৃষ: মকরে চার গ্রহের সংযোগ বৃষের জীবনেও সুপরিবর্তন নিয়ে এসেছে। এই রাশির ব্যক্তিরা হয়তো কর্মক্ষেত্রে সে ভাবে কোনও পরিবর্তন দেখতে পাবেন না। কিন্তু যাঁরা চাকরি থেকে বেরিয়ে কোনও ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁরা এই সময় সেটা করতে পারেন। যোগাযোগ স্থাপনের জন্যও এই সময়কাল অনুকূল মনে করা হচ্ছে, যা আপনাকে পরবর্তী কালে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। এই সময় বৃষ জাতক-জাতিকারা বিনিয়োগ করেও ভাল মুনাফা পেতে পারেন।
আরও পড়ুন:
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা আয়ক্ষেত্রে খুব ভাল ফল পেতে চলেছেন। নতুন আয়ের পথ আপনাদের সামনে খুলে যাবে। আটকে থাকা টাকা এই সময় উদ্ধার করতে পারবেন। যাঁরা ঋণের বোঝায় জর্জরিত ছিলেন, তাঁরাও সেই বোঝা থেকে মুক্তি পেতে চলেছেন। বুঝেশুনে সিদ্ধান্ত নিলে এবং খরচের হাত কমালে এই সময় খুব ভাল অর্থ সঞ্চয় হবে। হঠাৎ প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। সম্পদ প্রাপ্তি হতে পারে। মকরে চার গ্রহের সংযোগ ধনু জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে মজবুত করে তুলবে।
মকর: চার গ্রহের সংযোগে খোদ মকর জাতক-জাতিকারা সব দিক থেকে খুব ভাল ফল পাবেন। বিশেষ করে যাঁরা উদ্যোগপতি বা নিজের ক্ষমতায়, কোনও অংশীদারি ছাড়া ব্যবসা চালান, তাঁরা খুব ভাল ফল পেতে চলেছেন। খরচের হাত কমবে। সঞ্চয়ের দিকে মন যাবে। এই সংযোগ আপনাদের আরও বেশি দায়িত্ববান করে তুলবে। মকর জাতক-জাতিকারা নিজেদের মধ্যে নানা সুপরিবর্তন দেখতে পাবেন। এর প্রভাবে জীবনের যে কোনও ক্ষেত্রে জয় আপনাদেরই হবে।