ঘুমের মধ্যে স্বপ্নে আমরা নানা প্রকার জিনিস দেখে থাকি। সেগুলির সবই যে আমাদের বোধগম্য হয় তা নয়। বরং স্বপ্নে দেখা অর্ধেকের বেশি জিনিসের অর্থই আমরা বুঝতে পারি না। ঘুমের মধ্যে যে সকল স্বপ্ন দেখি, তার বেশির ভাগটাই আমাদের ঘুম থেকে ওঠার পর মনেও থাকে না। খাপছাড়া যেটুকু যা মনে থাকে, তা হয় আমাদের কাছে হাসির খোরাক হয়, না হলে মনে শঙ্কার সৃষ্টি করে। কিছু স্বপ্ন আবার আনন্দও দেয়। স্বপ্নে দৈবশক্তির দেখা আমরা অনেকেই পেয়ে থাকি। সেই দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে পুণ্য অর্জন না করলে তেমন স্বপ্ন সচরাচর আসে না। সামনেই শিবরাত্রি আসছে। এই সময় স্বপ্নে মহাদেব সম্পর্কিত কিছু জিনিসের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেগুলি কী কী জেনে নিন।
আরও পড়ুন:
শিবরাত্রির আগে কোন স্বপ্নগুলি দেখা শুভ?
শিবলিঙ্গে জল ঢালা: স্বপ্নে নিজেকে শিবলিঙ্গে জল ঢালতে দেখলে বুঝবেন মহাদেবের আশীর্বাদ আপনার উপর রয়েছে। এর অর্থ আপনার উপাসনায় মহাদেব তুষ্ট হয়েছেন এবং তিনি স্বপ্নের মাধ্যমে আপনাকে সেই বার্তা দিচ্ছেন। এই স্বপ্ন জীবনে সুখ-শান্তি বয়ে আনে।
কালো শিবলিঙ্গ: স্বপ্নে কালো শিবলিঙ্গের দেখা পাওয়াও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কালো শিবলিঙ্গ মহাদেবের প্রতীক। এই স্বপ্ন জীবনে সফলতা লাভ ও সমাজে সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয়। স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখলে বুঝবেন শীঘ্রই আপনার পেশাজীবন ঘিরে থাকা স্বপ্ন পূরণ হতে চলেছে।
আরও পড়ুন:
বেলপাতা ও বেলগাছ: বেলপাতা ভোলেবাবার অত্যন্ত প্রিয় জিনিস। বেলপাতা ছাড়া শিবের পুজো সম্পন্ন হয় না। স্বপ্নে বেলপাতা বা বেলগাছের দেখা পেলে বুঝবেন আপনার জীবন থেকে অর্থকষ্ট বিদায় নিতে চলেছে। এই স্বপ্ন আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়।
নন্দী: নন্দী হল মহাদেবের বাহন। সে শক্তি ও পরিশ্রমের প্রতীক। বিশ্বাস করা হয়, মনোস্কামনা নন্দীর কানে সঠিক উপায় মেনে জানালে সেটি সে শিবের কাছে পৌঁছিয়ে দেয়। স্বপ্নে নন্দীর দেখা পাওয়া স্বপ্নপূরণের বার্তা বহন করে আনে। এর মানে আপনি এত দিন ধরে যা পাওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন, তা এ বার পূরণ হবে।
আরও পড়ুন:
রুদ্রাক্ষ: প্রচলিত বিশ্বাস মতে, শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। মহাশিবরাত্রির আগে স্বপ্নে রুদ্রাক্ষ দেখতে পাওয়ার অর্থ হল রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা।
শিবমন্দির: শিবরাত্রির আগে স্বপ্নে শিবমন্দির দেখতে পাওয়ারও বিশেষ অর্থ রয়েছে। এটি সৌভাগ্যের দরজা খোলার বার্তা বহন করে আনে। স্বপ্নে শিবমন্দির দেখতে পেলে বুঝবেন শীঘ্রই কোনও সুখবর পেতে চলেছেন এবং সফলতার পথে থাকা সমস্ত বাধা কেটে যাবে।