Advertisement
E-Paper

অমাবস্যার রাত মানেই গা ছমছম! অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির উদয় ঘটাতে মৌনী অমানিশায় মানুন পাঁচ উপায়

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অমাবস্যার রাতে অশুভ শক্তি অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। তবে অমাবস্যা তিথিতে যে কোনও শুভ ব্যাপার নেই তা কিন্তু নয়। মাঘের অমাবস্যায় সূর্যাস্তের পর বিশেষ কিছু উপায় পালন করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১২:০২
Follow these tips after sunset on the day of Mouni Amavasya 18 january 2026 to overcome struggles and prosper in life

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৮ জানুয়ারি, রবিবার মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যা মৌনী অমাবস্যা নামে পরিচিত। এই দিন গঙ্গাস্নানে বিশেষ ফললাভ করা যায় বলে বিশ্বাস। মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনেরও চল রয়েছে। যে কোনও অমাবস্যা তিথির ক্ষেত্রেই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অমাবস্যার রাতে অশুভ শক্তি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। তবে অমাবস্যা তিথিতে যে কোনও শুভ ব্যাপার নেই তা কিন্তু নয়। মাঘের অমাবস্যায় সূর্যাস্তের পর বিশেষ কিছু উপায় পালন করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে। জেনে নিন কী মেনে চলবেন।

উপায়:

  • মাঘী অমাবস্যার সকালে যদি গঙ্গাস্নান করতে না পারেন, তা হলে সূর্যাস্তের ঠিক আগে গঙ্গাস্নান করতে পারেন। সূর্যাস্ত যখন হচ্ছে, সেই মুহূর্তে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন।
  • এ দিন সূর্যাস্তের আগে বাড়ির মূল চৌকাঠ ভাল করে পরিষ্কার করে রাখুন। তার পর সন্ধ্যাবেলা কিছুটা হলুদ জল সেখানে ছিটিয়ে দিন। নেগেটিভ শক্তি ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না।
  • মৌনী অমাবস্যার রাতে মহিলাদের চুল খুলে বাড়ির বাইরে বেরোনো বারণ। সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। এই দিন রাতে তামসিক কোনও খাবার মুখে তোলা যাবে না।
  • এই দিন সন্ধ্যাবেলা বাড়ির সিংহাসনে ও সদর দরজার সামনে প্রদীপ জ্বালান। সম্ভব হলে কোনও অশ্বত্থগাছের তলায়ও প্রদীপ জ্বালান। খুব ভাল ফল পাবেন। প্রদীপের তেল শেষ না হওয়া পর্যন্ত সেগুলিকে নিবতে দেবেন না।
  • প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মা কালীর অত্যন্ত প্রিয় জিনিস গুড়। এই দিন কোনও কালী মন্দিরে গিয়ে মা কালীকে গুড় ও লাল জবা নিবেদন করতে পারেন। তার পর সেই গুড় গরিব-দুঃখীদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দিন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
Amavasya Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy