১৪ জানুয়ারি সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে। শুরু হয়েছে সূর্যের উত্তরায়ণ। চলবে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত। তার পর শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। সূর্য যখন উত্তর গোলার্ধের দিকে হেলে থাকে তখন হয় উত্তরায়ণ, আর যখন দক্ষিণ গোলার্ধের দিকে হেলে থাকে তখন হয় দক্ষিণায়ন। প্রতি বছর ছয় মাস ধরে চলে উত্তরায়ণ এবং বাকি ছয় মাস চলে দক্ষিণায়ন। প্রচলিত বিশ্বাস অনুসারে, উত্তরায়ণের সময়কালে সকালের দিকে সজাগ থাকেন দেবতারা। জুলাইয়ের মধ্য ভাগ পর্যন্ত চলা উত্তরায়ণে চার রাশির ভাগ্যে উত্তম পরিবর্তন দেখা দেওয়ার যোগ দেখা যাচ্ছে। এঁরা কর্মক্ষেত্রে দারুণ নাম করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছেন?
আরও পড়ুন:
উত্তরায়ণ চলাকালীন কারা কর্মক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন?
বৃষ: পরিশ্রম করে চললে বৃষ জাতক-জাতিকারা এই সময় কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারবেন। মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়ক্ষেত্রেও খুব ভাল ফল পাবেন। জীবনে বৈভবের পরিমাণ বৃদ্ধি পাবে। নতুন আয়ের উৎসের সন্ধান পেতে পারেন। সূর্যের উত্তরায়ণ আপনাদের জীবনে সুখের সময় নিয়ে এসেছে।
কর্কট: কর্কট রাশির ব্যক্তিদেরও জুলাইয়ের মাঝবরাবর পর্যন্ত সময়কাল খুব ভাল কাটতে চলেছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কাজ উদ্যমের সঙ্গে করতে পারবেন। কর্মক্ষেত্রের সকল জটিলতা জীবন থেকে বিদায় নেবে। বদলে শুরু হবে সুখের সময়। আয় বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতনেরা আপনার কাজের উপযুক্ত মূল্য দেবেন।
আরও পড়ুন:
তুলা: সূর্যের উত্তরায়ণের প্রভাবে লাভবান হবেন তুলা রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে দারুণ উন্নতির সুযোগ পাবেন। পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এত দিন ধরে করে আসা পরিশ্রমের সুফল এ বার আপনারা পেতে চলেছেন। পেশার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার নানা সুযোগ আপনাদের সামনে আসবে। সেগুলিকে চিনে নিতে পারলেই বদলে যাবে ভাগ্য।
মীন: মীন রাশির জীবনের সমস্ত অভাব ঘুচে যাবে এই ছয় মাসে। কর্মক্ষেত্রে উন্নতির সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠবেন মীন জাতক-জাতিকারা। ব্যবসার ক্ষেত্রেও খুব ভাল লাভের মুখ দেখতে পাবেন। এই সময় চাইলে আপনারা চাকরি বদলের কথাও ভেবে দেখতে পারেন। কারণ সময় খুবই অনুকূল কাটতে চলেছে। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।