আমাদের রাশিচক্রে মোট ২৭টি নক্ষত্র রয়েছে। সেগুলির মধ্যে সবচেয়ে শুভ নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র। এটি রাশিচক্রের আট নম্বর নক্ষত্র। এর অবস্থান রাশিচক্রের চার নম্বর রাশি, অর্থাৎ কর্কট রাশিতে। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি। পুষ্যা নক্ষত্রে যে কোনও কাজ শুরু করলে সেই কাজ ভাল ভাবে সম্পন্ন হয়। এই নক্ষত্র যদি কোনও গ্রহকে স্পর্শ করে, তা হলে উক্ত গ্রহের শুভ ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। আগামী ২৯ জুলাই বক্রগতিপ্রাপ্ত বুধ পুষ্যা নক্ষত্রকে স্পর্শ করবে। ২২ অগস্ট অবধি এই অবস্থাতেই থাকবে। এই সময় সব রাশির ব্যক্তিরাই কর্মক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন। এ ছাড়া অর্থক্ষেত্রেও এর ভাল প্রভাব পড়বে। পাঁচ রাশির ব্যক্তিরা এর প্রভাবে বিশেষ উপকৃত হবেন। জেনে নিন তাঁরা কারা।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশি পুষ্যা নক্ষত্রের বুধের সঙ্গে সংযোগ তৈরির প্রভাবে লাভবান হবেন?
কর্কট: পুষ্যা নক্ষত্রের অবস্থান কর্কট রাশিতে, এর ফলে এই রাশির ব্যক্তিরা পুষ্যার সুপ্রভাবের মোড়কেই থাকে। বুধের সঙ্গে পুষ্যার সংযোগ কর্কটের জীবনে সুসময় নিয়ে আসবে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ মিটে যাবে। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। সম্পর্কের টানাপড়েন কমে গিয়ে মধুর সময় শুরু হবে।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনেও পুষ্যা নক্ষত্রের সুপ্রভাব বিস্তৃত হবে। ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে এই সময় করতে পারেন। দারুণ অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সমাজে নামডাক বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। আনন্দে থাকুন, চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন:
বৃশ্চিক: পুষ্যার প্রভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে শুরু হবে সোনালি সময়। বহু দিন ধরে আটকে থাকা ঋণ মঞ্জুর হবে। কর্মক্ষেত্রের জটিলতা আপনার পিছু ছাড়বে। শত্রুরা চেয়েও কোনও ক্ষতি করে উঠতে পারবে না। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে।
আরও পড়ুন:
মকর: মকর রাশির ব্যক্তিরাও খুব ভাল ফল লাভ করবেন। নতুন কাজের সুযোগ পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। চমকে দেওয়া কোনও সুখবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রেও খুশির সময় শুরু হবে। বাড়ির বয়োজ্যষ্ঠদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
মীন: এই সময় মীন রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। মেহনত বিফলে যাবে না। যেমন কাজ করবেন, তেমন ফল পাবেন। বাড়িতে বিয়ের কথা হতে পারে। কাজের জায়গায় আপনার নামডাক বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও শুভ ফল পাবেন। জীবনে কোনও কষ্ট থাকবে না।