পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পুজো করে তাঁর মৃত সন্তানদের ফিরে পান। এর পর থেকে দেবী ষষ্ঠীর পুজোর প্রচলন হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তানদাত্রীই নন, তিনি সন্তানের রক্ষাকারিণী দেবীও। দেবী ষষ্ঠী প্রতি মাসের শুক্লষষ্ঠী তিথিতে পূজিত হন। প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে দেবী ভিন্ন নামে, ভিন্ন ব্রত অনুসারে পূজিত হলেও, ষষ্ঠীর ব্রত পালনের উদ্দেশ্য একটাই। সেটি হল, সন্তানের মঙ্গল কামনা। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠনষষ্ঠী নামে পূজিত হন। আগামী ৩০ জুলাই, বুধবার লুণ্ঠনষষ্ঠী।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
ষষ্ঠী তিথি আরম্ভ—
বাংলা: ১৩ শ্রাবণ, মঙ্গলবার।
ইংরেজি: ২৯ জুলাই, মঙ্গলবার।
সময়: রাত ১২টা ৪৮ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ—
বাংলা: ১৪ শ্রাবণ, বুধবার।
ইংরেজি: ৩০ জুলাই, বুধবার।
সময়: রাত ২টো ৪২ মিনিট।
আরও পড়ুন:
-
ভালবাসার পরিবর্তে মেলে দুঃখ! মন দিয়ে মন পান না তিন রাশির ব্যক্তিরা, সত্যিকারের ভালবাসা এঁদের ভাগ্যে নেই
-
বাড়িতে ৭ কাজ করলেই ঘটবে সমূহ বিপদ! মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি ছাড়বেন, অলক্ষ্মীর কোপে জীবন হবে বিভীষিকাময়
-
শ্রাবণের পুজোয় দেবাদিদেবকে প্রিয় ফুল দিলেই হবে না, সৌভাগ্যের স্বাদ নিতে ভোগও দিন প্রভুর মনের মতো
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
ষষ্ঠী তিথি আরম্ভ—
বাংলা: ১২ শ্রাবণ, মঙ্গলবার।
ইংরেজি: ২৯ জুলাই, মঙ্গলবার।
সময়: রাত ১টা ২৯ সেকেন্ড।
ষষ্ঠী তিথি শেষ—
বাংলা: ১৩ শ্রাবণ, বুধবার।
ইংরেজি: ৩০ জুলাই, বুধবার।
সময়: রাত ২টো ২৬ মিনিট ২২ সেকেন্ড।