জ্যোতিষশাস্ত্রে প্রায় সব কাজ করারই শুভ-অশুভ দিনের কথা বলা রয়েছে। শাস্ত্রমতে, বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলি বিশেষ কয়েকটি দিনে করা উচিত নয়। এতে আমাদেরই ক্ষতি হয়। সেই রকমই একটি কাজ হল চুল কাটা। মন চাইলেই যে কোনও দিন চুল কেটে ফেলা যায় না। এর ফলে আমাদের উপর কুপ্রভাব পড়তে পারে। ভাগ্যের মঙ্গল সাধনে বাধা আসে।
আরও পড়ুন:
আমরা অনেকেই জানি না যে জন্মবারে চুল কাটতে নেই। আপনি যেই বারে জন্মেছেন সেটিই হল আপনার জন্মবার। সেই বারটিতে ভুলেও চুল বা নখ কাটা যায় না। এই ব্যাপারটি না মেনে চললে খুব ক্ষতি হয়ে যায়। অর্থাৎ, এই দিন কোনও প্রকার ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকতে হয়। এ ছাড়াও শাস্ত্রে আরও কিছু দিনের কথা বলা রয়েছে, সেই দিনগুলিতেও চুল কাটতে নেই।
কোন দিনগুলিতে চুল কাটা যায় না?
মঙ্গলবার: শাস্ত্রমতে, মঙ্গলবার দিনটি হল হনুমানজির বার। সেই কারণে এই দিন চুল কাটতে নেই। মঙ্গলবার চুল কাটলে হনুমানজি কুপিত হন বলে মনে করা হয়। এর ফলে জীবনে কষ্টের অন্ত থাকে না।
বৃহস্পতিবার: বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার। এই দিন তাই চুল কাটা উচিত নয়। নচেৎ অর্থসঙ্কটের মুখে পড়তে হয়। এমনকি সধবা মহিলারা এই দিন মাথায় শ্যাম্পু না করতে পারলেও ভাল হয়।
আরও পড়ুন:
শনিবার: আমরা সকলেই জানি যে শনিবার দিনটি হল শনিদেবের দিন। সেই কারণে এই দিন কোনও মতে চুল কাটা যাবে না। এই দিন চুল কাটলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। জীবন তছনছ হয়ে যায়। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।