দেখতে দেখতে আমরা ২০২৫-এর ছয় মাস কাটিয়ে ফেললাম। মঙ্গলের বছর হওয়ায় এই বছরে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যুদ্ধ প্রভৃতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শনি-সহ নানা গ্রহ এই বছর নিজেদের ঘর বদলেছে। এত কিছুর মধ্যেও আমাদের অনেকেরই এই বছরটা এখনও পর্যন্ত ভালই কেটেছে। অনেকে আবার আশানুরূপ ফল পাননি। বাকি ছয় মাস বহু রাশির জীবনেই নানা পরিবর্তন আসতে পারে। পাঁচটি রাশি সামনের ছ’মাসে হাতে ‘চাঁদ’ পেতে পারেন। নানা দিক থেকে সুখবর আপনাদের কাছে আসতে চলেছে। জেনে নিন সেই ভাগ্যবান রাশির তালিকায় কারা রয়েছে।
বৃষ: ২০২৫-এর শেষ ছ’মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবন বদলাতে চলেছে। আপনাদের রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। তার সুপ্রভাবে জীবনে দেখতে পাবেন কিছু দারুণ পরিবর্তন। আর্থিক দিকেও যেমন উন্নতি হবে, তেমনই দাম্পত্য জীবনেও ভাল ফল পাবেন। নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন, সফলতা মিলবে।
আরও পড়ুন:
সিংহ: জুলাই থেকে সিংহ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে। জীবনে লাগবে সৌভাগ্যের রং। রাশির অধিপতি সূর্যের কৃপায় সফলতার পথে আসা সকল বাধা কেটে যাবে, উন্নতির শিখরে পৌঁছোতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না। অপ্রত্যাশিত ভাল খবর পেতে চলেছেন। কোনও ব্যবসা শুরু করতে চাইলে সেটিও করতে পারেন, ভাল ফল পাবেন।
তুলা: বৃহস্পতির কল্যাণে তুলার ভাগ্য খুলতে চলেছে। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আসবে। এর ফলে উভয় দিক থেকেই খুব ভাল ফল পাবেন। টাকাপয়সা সংক্রান্ত সকল কষ্টও দূর হবে। জীবন হয়ে উঠবে আনন্দময়।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের জন্য ২০২৫-এর শেষ ছ’মাসে নানা ভাল সুযোগ আসতে চলেছে। ভাগ্যের দরজা খুলে যাবে। ফলে বহু দিন ধরে আটকে থাকা কাজ খুব সহজেই মিটে যাবে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যারও সম্মুখীন হতে হবে না। নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
মীন: ২০২৫-এর শেষ ছ’মাস মীন রাশির ব্যক্তিদের জন্য হবে ‘সোনায় মোড়ানো’। জীবনে সফলতা লাভের নানা সুযোগ পাবেন। অনায়াসেই সব কিছু হয়ে যাবে, বেশি পরিশ্রম করতে হবে না। জীবনে নতুন প্রেম আসতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ভিত মজবুত হবে।