রুপো শুভ ধাতু। এই ধাতুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে। রুপো মনকে শান্ত রাখতেও সাহায্য করে। সাধারণত, রুপো ধারণে জীবনের নানা অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়। আর্থিক দিকে উন্নতি আসে, দুঃখের সময় কেটে গিয়ে সুখের সময় শুরু হয়। কিন্তু রুপোলি বর্ণের এই ধাতু সকলের জন্য শুভ নয়। শাস্ত্রমতে, রাশিচক্রের চার রাশি রুপোলি এই ধাতু ধারণ করলে ভালর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
-
দান করে পুণ্য লাভের বদলে পাপ কুড়োচ্ছেন না তো? শ্রাবণে কিছু জিনিস দানে ঘটে অমঙ্গল, অর্থকষ্ট মাথা চাগাড় দেয়!
-
কেউ প্রথম ভাগে লটারি জিততে পারেন, কারও জন্য শেষ ভাগ শুভ, অগস্টের প্রথম সপ্তাহে লটারি কাটুন পরামর্শ মেনে
-
অগস্টে কর্মক্ষেত্রে বসের মন জয় করবেন ছয় রাশি, বাকিদের কপালে ভোগান্তির আশঙ্কা! আপনার রাশি কী বলছে?
-
অগস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই উদ্যাপিত হবে বন্ধনের উৎসব, কবে রাখিপূর্ণিমা? রাখি পরানোর শুভ সময় কখন?
রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ, পঞ্চম রাশি সিংহ, দশম রাশি মকর ও একাদশ রাশি কুম্ভের জন্য রুপো শুভ নয়। এই রাশির জাতক-জাতিকারা রুপো পরলে ভালর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। রুপো পরলে এই রাশির ব্যক্তিদের জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে অবনতির শিকার হতে হবে, সাংসারিক জীবনেও ঝামেলার মুখোমুখি পড়তে হতে পারে। এই সকল রাশির ব্যক্তিরা রুপো ধারণ করলে তাঁদের সাজানো জীবন তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়।