Advertisement
২২ মে ২০২৪

রাশি অনুযায়ী কোন সময়ে সন্তানসম্ভবা হলে মা ও সন্তান উভয়ের ক্ষেত্রেই শুভ জেনে নিন

এই রাশির মা হওয়ার উপযুক্ত সময় জুলাই-২৫, অগস্ট-১৫। নভেম্বর-২৫, ডিসেম্বর-১৫। মার্চ-২৫, এপ্রিল-১৫।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০০:০৫
Share: Save:

মেষ– জ্যোতিষ মতে মেষ রাশির জাতিকারা তিনটি সময় মা হওয়ার জন্য প্রস্তুত হতে পারেন।প্রথম সময়টি হল জুন-২৫, জুলাই-১৫ অথবা দুই। দ্বিতীয়- অক্টোবর-২৫, নভেম্বর-১৫। তৃতীয়- ফেব্রুয়ারি-২৫, মার্চ-১৫।
বৃষ– এই রাশির মা হওয়ার উপযুক্ত সময় জুলাই-২৫, অগস্ট-১৫। নভেম্বর-২৫, ডিসেম্বর-১৫। মার্চ-২৫, এপ্রিল-১৫।
মিথুন – এই রাশির মা হওয়ার উপযুক্ত সময় অগস্ট-২৫, সেপ্টেম্বর-১৫। ডিসেম্বর-২৫, জানুয়ারি-১৫। এপ্রিল-২৫, মে-১৫।
কর্কট – এই রাশির জন্য মা হওয়ার শুভ সময় জুলাই-২৫, অগস্ট-১৫। নভেম্বর-২৫, ডিসেম্বর-১৫। মার্চ-২৫, এপ্রিল-১৫।
সিংহ – এই রাশি মা হওয়ার শুভ সময় জুন-২৫, জুলাই-১৫। অক্টোবর-২৫, নভেম্বর-১৫।

আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনি সন্তান হিসেবে কেমন, জেনে নিন

কন্যা – সুসন্তান পেতে এই রাশির মা হওয়ার শুভ সময় সেপ্টেম্বর-২৫, অক্টোবর-১৫। জানুয়ারি-২৫, ফেব্রুয়ারি-১৫। মে-২৫, জুন-১৫।
তুলা – এই রাশির জাতিকাদের সন্তান হওয়ার সময় সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই এই সময় অনুযায়ী মা হওয়ার প্ল্যানিং করতে হবে সেপ্টেম্বর-২৫, অক্টোবর-১৫। জানুয়ারি-২৫, ফেব্রুয়ারি-১৫। মে-২৫, জুন-১৫।
বৃশ্চিক – এই রাশিকে সুস্থ সন্তান লাভ করার জন্য মা হওয়ার সঠিক সময় জুন-২৫, জুলাই-১৫। অক্টোবর-২৫, নভেম্বর-১৫। ফেব্রুয়ারি-২৫, মার্চ-১৫।
ধনু – ধনু রাশির জাতিকাদের মা হওয়ার সঠিক সময় অগস্ট-২৫, সেপ্টেম্বর-১৫। ডিসেম্বর-২৫, জানুয়ারি-১৫। এপ্রিল-২৫, মে-১৫।
মকর – এই রাশির জাতিকাদের মা হওয়ার নির্দিষ্ট সময় জুন-২৫, জুলাই-১৫। অক্টোবর-২৫, নভেম্বর-১৫। ফেব্রুয়ারি-২৫, মার্চ-১৫।
কুম্ভ – কুম্ভ রাশির জাতিকাদের মা হওয়ার জন্য উপযুক্ত সময় জুলাই-২৫, অগস্ট-১৫ নয়তো নভেম্বর-২৫, ডিসেম্বর-১৫।
মীন – মীন রাশির জাতিকাদের মা হওয়ার সঠিক সময় সেপ্টেম্বর-২৫, অক্টোবর-১৫। জানুয়ারি-২৫, ফেব্রুয়ারি-১৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE