১। আমার নাম সুভাষ চন্দ্র কুন্ডু। জন্ম ২৪ ভাদ্র ১৩৬৬।বৃহস্পতিবার বিকেল ৩টে ৩০ মিনিট।সেদিন রাধা অষ্টমী ছিল। জন্মস্থান বাংলাদেশের দিনাজপুর জেলার ৮ কিলোমিটার পূর্বে। আমার রাশি, রত্নধারণ, অন্যান্য বিষয় সর্ম্পকে জানতে চাই।
আপনার জন্ম রাশি বৃশ্চিক। বর্তমানে আপনি রাহুর দশা ভোগ করছেন।প্রতিকার স্বরূপ গোমেদ ধারণ করনীয়। সঙ্গে শনির সাড়ে সাতি চলছে।সব বিষয়ে সর্তকতা দরকার আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে।আর্থিক সঞ্চয়ে বাধার ফলে সঞ্চয় হবে কম।সন্তানকে নিয়ে মানসিক আঘাত আসতে পারে।তবে কর্মক্ষেত্রে কেউ না কেউ সাহায্য করবে। বদনাম অপযশ হতে পারে। গুপ্ত শত্রু থেকে দূরে থাকুন।অহংভাব পরিত্যাগ করে কাজ করলে সাফল্য পাবেন। শারীরিক ও মানসিক ক্লেশ, সন্ধিবাত, আ্যাসিডিটি্, গ্যাস, স্পন্ডিলোসিস, কোমরে যন্ত্রনা ইত্যাদি শারীরিক ব্যাধিতে কষ্ট প্রাপ্তি। পরিবারের সদস্যের শারীরিক অসুস্থতা লক্ষ্যনীয়।সম্ভব হলে পীত পোখরাজ ধারণ করুন।
২। আমার নাম সমীরণ।জন্ম তারিখ ১২, ০৬, ১৯৭৮।স্থান হাওড়া। আমি কিছুতেই কেরিয়ার নিয়ে সন্তুষ্ট হতে পারি না।আমার কেরিয়ার কেমন যাবে? পারিবারিক অনেক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি। আমি কি এখনিই আমার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যেতে চাই। সেটা কি ঠিক হবে? আমাদের নতুন বাড়ি হবে ভবিষ্যতে? পারিবারিক সম্পত্তি পাব?
প্রথমত সর্বদা মাথা ঠান্ডারাখা এবং হঠকারিতা বশত কোন সিদ্ধান্ত না নেওয়া উচিত।আপনার শত্রু নাশের যোগ থাকলেও তারা মানসিক অশান্তি ও সেজন্য দেহপীড়া প্রদান করতে সক্ষম।মাতার সহিত কলহ থেকে সাবধান। এমুর্হুতে বাড়ি ত্যাগ করা উচিত হবে না। অপেক্ষা করুন ২০১৭ সালে অবস্থার পরিবর্তন লক্ষ্যনীয়। আপনি হরগৌরী বা লক্ষীনারায়নের আরাধনা করুন।হঠাৎ আঘাত রক্তপাতের জন্য সর্তক থাকা প্রয়োজন।হঠাৎ আর্থিক উন্নতি হবে। নতুন কর্মলাভের যোগ লক্ষ্য করা যায়। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে। তবে এক্ষেত্রে আপনার যথেষ্ট ভূমিকা থাকবে। সম্ভব হলে আপনি চুনী, পোখরাজ ধারন করুন। আপনার জীবণ সঙ্গী কিছু সমস্যা সৃষ্টি করতে পারেন। বেশি বয়েসে আপনি মাতার থেকে ভালোরকম লাভ প্রাপ্ত হবেন। নিজের যোগ্যতার সীমা খেয়াল রাখা উচিত।
৩। নাম জানাতে চাই না।আমার জন্ম দুপুর ৩টে ১০ মিনিটে। তারিখ ২১ সেপ্টেম্বর। ১৯৮৪। নদীয়ার কৃষ্ণনগরে। কিছুতেই চাকরি পাচ্ছি না। বাড়ি থেকে খুব চাপ আসছে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না। দয়া করে জানাবেন।
চিন্তার কিছু নেই। একটু চেষ্টা করুন এবছরেই চাকরির সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসাও শুরু করতে পারেন। উভয় ক্ষেত্রেই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। পূর্ণিমায় লক্ষীনারায়নের পূজা করুন।
৪। আমার জন্ম ১৯৮০ সালের ২১ জুলাই।জন্ম সময় ১১টা ২৯ মিনিট। উত্তর ২৪ পরগনার বারাসাতে জন্ম। বিয়ের যোগ কবে জানাবেন।
আপনি বর্তমানে শনির দশা ভোগ করছেন।এবং সাড়ে সাতি শেষ অধ্যায় চলার দরুন সর্ব বিষয়ে সাবধান থাকা দরকার। প্রতিকার অবশ্যই করনীয়।বর্তমানে বিবাহের যোগ থাকলেও পূর্ণ ফলে বাধা আসার সম্ভাবনা। আপনি প্রতি শনিবার নিরামিষ আহার করুন ও দক্ষিণাকালীর পূজা করুন। তবে আগামী ২০১৮ সালের এপ্রিল মাসের পর আপনার বিবাহের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়।