১। আমি সৈকত গুপ্ত।১৯৯৬ সালে ২১ ফেব্রুয়ারি (ফাল্গুন মাস)বুধবার সকাল সাড়ে ১০টায় বর্ধমানে জন্মগ্রহণ করি। বর্তমানে আমি বি-টেক পড়ছি।আমি ২০১৭ সালে পাশ করব। সেই বছরে কোনও ব্যাঙ্কিং সেক্টর এবং সরকারি ক্ষেত্রে কোনও চাকরির যোগ রয়েছে কি? ব্যবসায় বিনিয়োগ করা কি ঠিক হবে? বিদেশ যাত্রার কোনও যোগ রয়েছে?
আপনি বর্তমানে বুধের দশা ভোগ করছেন।দশা প্রতিকার করণীয়। বিদ্যাক্ষেত্রে শুভ ফলদায়ক। আগামীতে আপনি অর্থ বিভাগ বা প্রশাসনিক বিভাগে কর্মরত হতে পারেন। আপনি ব্যবসা এবং বাণিজ্যের বিভিন্ন দিক দ্রুত শিখে নিতে পারেন। উৎপাদন প্রক্রিয়ায় অর্থ বিনিয়োগে সাফল্য পাবেন। বিদেশ যাত্রা লক্ষ্যণীয়। তারা মায়ের পূজা করুন। বৃহস্পতিবার শুক্লপক্ষে তুলসি গাছে দুধের সঙ্গে জল মিশ্রিত করে ঢালুন।
২। আমার নাম রাজশ্রী পাল। জন্ম হুগলির উত্তর পাড়ায়। ১৯৮৬ সালের ৭ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে। বর্তমানে আমি ইতালিতে বাস করি। সময়টা ভাল যাচ্ছে না। কী করলে সুফল মিলবে জানাবেন।
আপনি বর্তমানে বুধের দশা ভোগ করছেন।এর সঙ্গে সাড়েসাতির শেষ অধ্যায় চলার কারণে সর্ববিষয়ে সাবধান থাকা প্রয়োজন। আপনি শনিবার নিরামিষ আহার করুন এবং দক্ষিণাকালীর আরাধনা করুন সুফল লাভ করবেন। সম্ভব হলে মুনস্টোন ধারন করুন।
৩।আমার নাম অভিষেক কুমার।১৯৮৯ সালের ২৬ জুলাই বিকেল ৩টে ২৭ মিনিটে জন্ম।কলকাতার বেহালায়। আমার রাশিফল এবং গণ কী? সরকারি চাকরি কি পাব? আমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছি।
আপনার জন্ম রাশি মেষ এবং নরগণ। আপনি হলেন আবেগতাড়িত, বুদ্ধিমান, বিদ্রুপাত্মক, তীব্র ইচ্ছা শক্তি সম্পন্ন, গোপন স্বভাবের, ঝগড়াটে, উত্তেজনাময় একজন আলাপকারী। আপনার জীবনে প্রথমার্ধ অপেক্ষা দ্বিতীয়ার্ধে আপনি অধিক ভাগ্যবান হবেন। আপনার ঐকান্তিক একাগ্রতার কারণে আপনি চাকুরি বা ব্যবসায় সাফল্য পাবেন।শত প্রলোভনেও আপনি কখনও বিবেকের বিরুদ্ধে কাজ করবেন না। দাম্পত্য জীবন শুভদায়ক। এত চিন্তার কিছু নাই। চেষ্টা করুন সরকারি চাকরির সম্ভাবনা আছে। তবে বর্তমানে মঙ্গলের দশা ভোগ করছেন। প্রতিকার করণীয়। সম্ভব হলে রক্তপ্রবাল ধারন করুন।
৪।আমার নাম মৌমিতা মণ্ডল। ০১/১০/১৯৯২ তারিখে মেদিনীপুরে আমার জন্ম। সন্ধ্যা ৬টা ১৫মিনিট থেকে সাড়ে ৬টার মধ্যে। এমবিবিএস-র চতুর্থ বর্ষের ছাত্রী। আমি পিজি এন্ট্রান্সে সুযোগ কবে পাব?
আপনি বর্তমানে শুক্রের মহাদশা ভোগ করছেন। আগামী ২০১৭ সালে পিজি এন্ট্রান্সে সুযোগ অবশ্যই পাবেন। তবে বর্তমানে নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত।