Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০০:০০

১। আমার নাম অনির্বাণ ঘোষ। দুবাইয়ের বাসিন্দা। রোজ আনন্দবাজার পত্রিকা পড়ি। আমার কেরিয়ার সম্বন্ধে কোনও আলোকপাত করতে পারবেন? আমার জন্ম ১৪ মার্চ, ১৯৭৩। রাত ১১ টা ২০ মিনিটে। জন্মস্থান ওড়িশা।

আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কোন বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তা হবেন। আপনার প্রশাসনিক যোগ্যতা আপনাকে সর্বোচ্চপদে অধিষ্ঠিত করবে এবং সমৃদ্ধিশালী জীবন উপভোগ করবেন। তবে এটাও ঠিক যে আপনাকে যথেষ্ট দ্বন্দ্ব ও বিরোধিতার সন্মুখীন হতে হবে। যা কিনা আপনাকে কঠোর করে তুলবে। আপনি দুর্ঘটনার সন্মুখীন হতে পারেন। সর্তক থাকা উচিত। তবে এ বিষয়ে আপনি সৌভাগ্যবান যে জীবনের তিন ভাগের মধ্যে শেষ ভাগই হবে সর্বশ্রেষ্ঠ।

২। আমার জন্ম তারিখ ২৯।১১। ১৯৮৭। সময় সকাল ৬টা ৪৮ মিনিট। বাঁকুড়ায়। আমার বিয়ে কবে হবে? সরকারি চাকরি কবে পাব?

আপনার জন্ম কুন্ডলী অনুসারে আপনার বেশি বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা। বর্তমানে আপনার বিবাহের যোগ প্রবল। আকস্মিক ভাবে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সর্ম্পক পারস্পরিক প্রেম ও বিশ্বাসের উপর নির্ভরশীল হবে। আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যেই বিবাহ ও উপযুক্ত কর্মলাভ লক্ষ্যণীয়। কোন বৃহৎ সংস্থা বা সরকারি ক্ষেত্রে কর্মলাভের যোগ বিদ্যমান।

৩। নাম জানাতে চাই না। আমার জন্ম ৩০ আশ্বিন। ১৩৮৮ । সকাল সাড়ে ১১টা। আমার নতুন সরকারি চাকরিতে যোগদান নিয়ে সমস্যায় পড়েছি। আমার ভাগ্যে কি আছে জানাবেন।

আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। কোনও আইনি সমস্যায় জড়াতে পারেন। দশা প্রতিকার করণীয়। আগামীতে আপনার সাফল্য লাভ অবশ্যই হবে। আপনি একই জায়গায় একই কর্মে নিযুক্ত থাকবেন না। নানা ধরনের জীবিকায় নিযুক্ত হবেন। আপনার আয় পরিবর্তশীল। ফাটকা বা জুয়া থেকে দূরে থাকতে হবে। আপনি খনি, জাহাজ, যানবাহন শিল্পের সঙ্গে যুক্ত হবেন। আগামীতে আপনি নিজেই সম্পত্তি উপার্জন করবেন।

৪।আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারী আমার জন্ম। বর্ধমানে। বর্তমানে আমি আমদাবাদে বসবাস করি। চাকরি বদলাতে চাই। আমার ভবিষ্যত্ কেমন যাবে? আর্থিক এবং স্বাস্থ্যের দিকটিতে আলোকপাত করবেন। আমার ছেলের পড়াশোনা কেমন হবে?

কাল্পনিক জন্ম সময় অনুসারে আপনি বর্তমানে রাহুর দশার শেষ পর্যায় ভোগ করছেন। এই সময়ে চাকরি পরিবর্তন করা বাঞ্ছনীয় নয়। আগামী ২০১৭ সালের জুলাই মাসের পর চিন্তা ভাবনা করা উচিত। উক্ত সময়ে কর্মে আপনার উন্নতি লক্ষ্য করা যায়। কোনও সময়ে আপনি যথেষ্ট উন্নতি লাভ করবেন, আবার কোনও সময় অসুবিধাজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার মানসিক পরিবর্তন লক্ষ্যণীয়। তবে এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে জীবনের শেষ ভাগই হবে শ্রেষ্ঠ সময়। আপনি উত্তম গৃহের মালিক হবেন। বর্তমানে আপনার সন্তানকে নিয়ে অহেতুক চিন্তা করছেন। আপনার সন্তান সুযোগ্য। তার পড়াশোনায় যথেষ্ট উন্নতি হবে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। আপনার ঘাড় ও গলা ব্যাথা হতে পারে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy