Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ঘরের কোন দেওয়ালে কী রকম ছবি টাঙালে বিপদ হতে পারে

আধুনিক যুগে পারিবারিক ছবি টাঙানো যেন কিছুটে পিছনের সারিতে। বাবা, মা, ঠাকুরদা, দিদা, মাসি, পিসি নিয়ে পারিবারিক ছবিগুলি যেন বিস্মৃতির আড়ালে হারিয়ে যাচ্ছে। বাস্তুমতে হাসিখুসিতে ভরপুর আনন্দঘন মুহূর্তের পারিবারিক ছবি, পজিটিভ ভাইব্রেশান বহন করে। ফোটো

অসীম সরকার
শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০০:০০
Share: Save:

আধুনিক যুগে পারিবারিক ছবি টাঙানো যেন কিছুটে পিছনের সারিতে। বাবা, মা, ঠাকুরদা, দিদা, মাসি, পিসি নিয়ে পারিবারিক ছবিগুলি যেন বিস্মৃতির আড়ালে হারিয়ে যাচ্ছে। বাস্তুমতে হাসিখুসিতে ভরপুর আনন্দঘন মুহূর্তের পারিবারিক ছবি, পজিটিভ ভাইব্রেশান বহন করে। ফোটো আবিষ্কারের বহু পূর্বে বাস্তুমতে বিভিন্ন ছবি বিভিন্ন দেওয়ালে টাঙানোর রেওয়াজ ভারতবর্ষ-সহ চিন, জাপান, প্রাচীন মিশর, রোমে প্রচলিত ছিল।

এখানে ফেংসুই ও বাস্তু মতে কোন ছবি কোন দেওয়ালে টাঙানো উচিত তাই নিয়ে কিছু টিপস দেওয়া হল:

(১) বাস্তু মতে শ্মশান, কবর, দুঃখ, হত্যা, বা কোনও উত্তেজক মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে টাঙানো উচিত নয়। এই সব ছবি ভয়ঙ্কর নেগেটিভ ভাইব্রেশান তৈরি করে।

(২) বাস্তুমতে কোনও বিমূর্ত ছবি বাড়ির দেওয়ালে টাঙানো উচিত নয়। এই সব ছবি আমাদের অবচেতন মনে বিরক্তি, স্ট্রেস বাড়িয়ে তোলে। ফলস্বরূপ, রক্তচাপ বৃদ্ধি পায়, মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।

(৩) ভুলেও ইশান কোণে বা ঠাকুর ঘরে পূর্ব পুরুষের ছবি টাঙাবেন না। যদি টাঙাতেই হয়, ঘরের দক্ষিণের দেওয়ালে টাঙ্গাবেন। এতে তাঁদের আশীর্বাদ পাবেন।

আরও পড়ুন : জীবনে কখন ঋণের জালে জড়িয়ে পড়তে হয় এবং এর থেকে মুক্তির উপায়

(৪) ফ্যামিলি ফোটোগ্রাফ বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙাতে হবে। এতে ফ্যামিলি বন্ডিং খুব দৃঢ় হয়। এই ছবিগুলি ভুল করেও পূর্ব বা উত্তর দিকের কোনও দেওয়ালে টাঙাবেন না।

(৫) উদীয়মান সূর্যের ছবি ঘরের পূর্ব দিকের দেওয়ালে টাঙালে তা অতি শুভ এবং পজিটিভ ভাইব্রেশান বহন করে। ধনের দেবতা কুবেরের ছবি টাঙাবেন উত্তরের দেওয়ালে। এতে বাড়ির আর্থিক প্রাচুর্য কখনও কমবে না।

(৬) কোনও সুন্দরী মহিলার ছবি যদি টাঙান, তবে তা টাঙাবেন দক্ষিণ পূর্ব দেওয়ালে। সেখানে যেন ছবির সঙ্গে লাল, হলুদ, গেরুয়া রঙের নানা ফুলের সমাবেশ থাকে। এতে বাড়ির পরিবেশ খুব ভাল থাকে।

(৭) রাধাকৃষ্ণের যুগল মূর্তি যদি টাঙানোর ইচ্ছা থাকে, তা টাঙাবেন মাস্টার বেডরুমের উত্তর বা দক্ষিণের দেওয়ালে।

(৮) জীবনের লক্ষ্য সম্পর্কিত কোনও বাণী রাখা ইচ্ছা হলে, তা ঘরের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে রাখা উচিত।

(৯) পাহাড়, পর্বত, বড় গাছ, নদী-সহ এই জাতীয় প্রাকৃতিক দৃশ্যজনিত ছবি সব সময় ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙাতে হবে।

(১০) উড়ন্ত কোন পাখির ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপিত করে থাকে। এই জাতীয় বড় কোনও ছবি যে কোনও ঘরে বা ড্রয়িং রুমে টাঙানো যেতে পারে।

(১১) বিমানের উড়ে আসা সুন্দর কোনও ছবি, উড়ন্ত পাখির ঝাঁকের ছবি, যা টাঙালে ঘরের পরিবেশকে আরও সুন্দর করে তোলে, এই জাতীয় ছবি সব সময় উত্তর-পশ্চিম দেওয়ালে টাঙাতে হবে।

(১২) যে বাড়িতে শিশুদের কলকাকলি আছে, সেখান ঘরের উত্তর-পশ্চিম দেওয়ালে শিশু কৃষ্ণের বা গোপালের ননী চুরির ছবি টাঙানো অতি শুভ। এতে মায়েদের হৃদয়ে বাৎসল্য রস সঞ্চারিত হয়ে থাকে।ও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Photograph House Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE