Advertisement
E-Paper

টিকিট বিক্রি ছাড়াও শতদ্রুর অ্যাকাউন্টে ঢুকেছিল ১০ কোটি টাকা! আদালতে জানাল পুলিশ, আবারও জেল হেফাজতের নির্দেশ

শুক্রবার শতদ্রুকে আদালতে হাজির করিয়ে পুলিশ দাবি করে, তদন্ত এগোচ্ছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথি, তথ্য সংগ্রহ করা হয়েছে। নথিভুক্ত করা হয়েছে অনেকের বয়ান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২০:১৬
Shatadru dutta remanded in jail till January 17 in Yuva Bharati incident case

যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে ছিলেন শতদ্রু দত্ত। — ফাইল চিত্র।

টিকিট বিক্রির টাকা ছাড়াও আরও ১০ কোটি টাকা ঢুকেছিল শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! কোথা থেকে এল সেই টাকা? তার উৎস খোঁজার কাজ চলছে। আদালতে এমনই জানাল পুলিশ। শুক্রবার ধৃত শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। শতদ্রুর তরফে জামিনের আবেদন করা হয়। কিন্তু পুলিশ তার বিরোধিতা করে। শুনানি শেষে শতদ্রুকে আবারও জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

যুবভারতীতে ফুটবল তারকা লিয়োনেল মেসিকে ভাল ভাবে দেখতে না-পাওয়ায় মাঠের মধ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন দর্শকেরা। দর্শকাসন থেকে ছোড়া হয় বোতল, চেয়ার। মেসি মাঠ ছাড়তেই দর্শকদের একটা বড় অংশ মাঠে পৌঁছে যায়। সেই বিশৃঙ্খলার ঘটনায় তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। কী কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কারা দায়ী— সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার দিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রুকে।

শুক্রবার শতদ্রুকে আদালতে হাজির করিয়ে পুলিশ দাবি করে, তদন্ত এগোচ্ছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথি, তথ্য সংগ্রহ করা হয়েছে। নথিভুক্ত করা হয়েছে অনেকের বয়ান। এখনও পর্যন্ত তদন্তে যা যা উঠে এসেছে, তা একত্র করতে ইতিমধ্যেই হাজার পাতার বেশি লেগেছে। ঘটনা সম্পর্কে আরও কিছু জিনিস জানার বাকি আছে। সেই বিষয় জানাতে গিয়ে রাজ্যের তরফে ওই ১০ কোটি টাকার উল্লেখ করা হয়। রাজ্যের দাবি, শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। সেখানে ১০ কোটি টাকার লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। এই টাকা টিকিট বিক্রি থেকে আসেনি! প্রশ্ন উঠছে, কোথা থেকে এল এই ১০ কোটি টাকা? তা জানার প্রয়োজন আছে, আদালতে সওয়াল রাজ্যের।

শতদ্রুর তরফে জামিনের আবেদন করা হয়। তাঁর আইনজীবী সৌমজিৎ রাহা আদালতে বলেন, ‘‘আমার মক্কেল ২৭ দিন জেল হেফাজতে রয়েছেন। এখন তদন্ত যে অবস্থায় রয়েছে, তাতে তাঁকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই।’’ তদন্তে সহযোগিতার আশ্বাসও দেন শতদ্রু। আইনজীবী মারফত তিনি আদালতে জানান, যখনই প্রয়োজন হবে বা তাঁকে তলব করবে পুলিশ বা আদালত— হাজিরা দেবেন। শতদ্রু এ-ও জনান, মেসির সফরের জন্য দু’টি বিমা করা হয়েছিল। একটি ১৫০ কোটি এবং অন্যটি সাড়ে ৪২ কোটি টাকার। শতদ্রু প্রশ্ন তোলেন, ‘‘যদি লোক ঠকানোর উদ্দেশ্য থাকত, তবে কেন বিমা করেছিলাম?’’ তবে তাঁর যুক্তি ধোপে টেকেনি। বিচারক ১৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Lionel Messi Salt Lake Stadium Shatadru Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy