Advertisement
E-Paper

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কখন ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে? পূর্ণাঙ্গ তালিকা রেলের

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনে ১১টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮
Indian railway gave time table of Howrah-Kamkhya Vande Bharat Sleeper Express

বন্দে ভারত স্লিপার ট্রেন। —ফাইল চিত্র।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কখন ছাড়বে, কোথায় কোথায় দাঁড়াবে, তা বিস্তারিত জানাল ভারতীয় রেল। সপ্তাহে ছ’দিন এই ট্রেন চলবে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে। চলতি মাসেই হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস উদ্বোধন হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধন করবেন। তবে এখনও উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। আর কামাখ্যা থেকে এই এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সেই ট্রেন হাওড়া পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। অর্থাৎ, ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছোতে পারবেন যাত্রীরা। হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে, সে গুলি সময় নেয় ১৭ থেকে ২০ ঘণ্টা। তবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হলে হাওড়া থেকে কামাখ্যা পৌঁছোতে যাত্রীদের অন্তত তিন থেকে ছ’ঘণ্টা সময় কম লাগবে।

রেল জানিয়েছে, হাওড়া এবং কামাখ্যার মধ্যে ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। হাওড়া থেকে ছাড়ার পর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে। তার পরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজ়িমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছোবে। তার পরে সেখান থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছোবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। সেই একই রুটে কামাখ্যা থেকে ট্রেনটি হাওড়া আসবে। কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার পাওয়া যাবে না। আর হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলবে না বৃহস্পতিবার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনে ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। বিমানের ধাঁচে বায়ো ভ্যাকুয়াম টয়লেট রয়েছে। শৌচালয়ের ওয়াশ বেসিন ব্যবহারের সময়ে যাতে জল না ছিটে আসে, তাই গভীর বেসিন থাকছে। জলের প্রবাহ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ওই ট্রেনের স্বাচ্ছন্দ্যগুলি তুলে ধরেন।

চলতি বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বন্দে ভারতের তুলনায় বন্দে ভারতের স্লিপার কোচ একটু আলাদা। বন্দে ভারত স্লিপার মূলত রাতে চলবে। তাই যাত্রীদের জন্য চেয়ার কার রাখা হচ্ছে না। সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে।

Vande Bharat Express Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy