Advertisement
E-Paper

রাতে মাঝেমধ্যেই ভয়ঙ্কর স্বপ্নে ঘুম ভেঙে যায়? ভয়াল কিছু স্বপ্ন আসন্ন সুদিনের ইঙ্গিত দেয়! খোঁজ দিলেন জ্যোতিষী

আমরা অনেক সময় নানা ভয় ধরানো স্বপ্ন দেখে থাকি। সে সকল স্বপ্ন এক লহমায় আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। তখন স্বাভাবিক ভাবেই মনে হয় যে হয়তো মারাত্মক কিছু আমাদের সঙ্গে ঘটতে চলেছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
dreaming

—প্রতীকী ছবি।

স্বপ্নের নানা প্রকারভেদ হয়। আমাদের কাছে যে স্বপ্ন হাস্যকর বা অর্থহীন মনে হয়, সেই স্বপ্নই হয়তো আমাদের জীবনের কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে আনে। সেই পরিবর্তন ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে। স্বপ্ন আমাদের সব রকমেরই ইঙ্গিত দেয়। আমরা অনেক সময় নানা ভয় ধরানো স্বপ্ন দেখে থাকি। সে সকল স্বপ্ন এক লহমায় আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। তখন স্বাভাবিক ভাবেই মনে হয় যে হয়তো মারাত্মক কিছু আমাদের সঙ্গে ঘটতে চলেছে। কিন্তু শাস্ত্র জানাচ্ছে কিছু ভয়ানক স্বপ্ন আমাদের জীবনে সুখের দিন বয়ে আনে। এই স্বপ্নগুলি আসন্ন ভাল দিনের ইঙ্গিত দেয়।

কোন ভয় ধরানো স্বপ্নগুলি ভাল দিনের ইঙ্গিত দেয়?

কারও মৃত্যুর স্বপ্ন: কোনও পরিচিত ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখা কখনওই মনে সুখকর অনুভূতির জন্ম দিতে পারে না। উক্ত মানুষ যদি খুব কাছের কেউ না-ও হন, তা সত্ত্বেও মন ভারাক্রান্ত হয়ে পড়াই স্বাভাবিক। কিন্তু শাস্ত্র জানাচ্ছে স্বপ্নে কাউকে মরতে দেখা কোনও অশুভ ব্যাপার নয়। বরং এতে সেই মানুষের আয়ু বৃদ্ধি পায়। তাই এটি একটি শুভ স্বপ্ন হিসাবে গণ্য হয়।

শরীরের বর্জ্য পদার্থ: স্বপ্নে কাউকে মলত্যাগ করতে দেখা বা শরীরের বর্জ্য পদার্থ দেখতে পাওয়া অস্বস্তিকর স্বপ্নগুলির মধ্যে একটি। স্বপ্নে এ সকল জিনিস দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু জানলে অবাক হবেন যে এই স্বপ্নও শুভ দিনের বার্তা দেয়। স্বপ্নে শরীরের বর্জ্য পদার্থ বা কাউকে মলত্যাগ করতে দেখার অর্থ হল আর্থিক অবস্থার উন্নতি ঘটা। বহু দিন ধরে কোথাও আটকে থাকা টাকা আপনি অদূর ভবিষ্যতে পেয়ে যেতে পারেন।

সমাধিক্ষেত্র বা শ্মশান: সমাধিক্ষেত্র বা শ্মশানের স্বপ্ন আমাদের মনে ভীতির উৎপত্তি ঘটায়। কিন্তু এই স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানাচ্ছে শাস্ত্র। শ্মশান বা সমাধিক্ষেত্রের স্বপ্ন সমাজে আমাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে।

নিজেকে মৃত ব্যক্তির সঙ্গে দেখা: স্বপ্নে নিজেকে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখলে বেশির ভাগ মানুষেরই ঘুম উড়ে যায়। মনে নানা রকমের খারাপ চিন্তা আসতে থাকে। তবে শাস্ত্র জানাচ্ছে এই স্বপ্ন দেখা শুভ। এর অর্থ জীবনে বহু দিন ধরে চলে আসা কোনও ঝামেলার কবল থেকে অবশেষে আপনি মুক্তি পেতে চলেছেন। পুরনো অশান্তি শীঘ্রই জীবন থেকে বিদায় নেবে। শুরু হবে সুখের সময়।

নিজের মৃত্যুর স্বপ্ন: ঘুমন্ত অবস্থায় নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে বুঝবেন আপনার আয়ু বৃদ্ধি পেতে পারে। স্বপ্নে নিজেকে মরতে দেখা আয়ু বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে জানাচ্ছে শাস্ত্র। এরই সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন আসার ইঙ্গিতও দেয়। শীঘ্রই আপনি কোনও সুসংবাদ পেতে পারেন।

Dream Astrology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy