Advertisement
১৬ মে ২০২৪

২০২০ সালে আপনার জন্মরাশি অনুসারে আংটি ধারণ করুন

অঙ্গশোভার জন্য হাতের আঙুলে আংটি কিংবা সেই আংটিতে পাথর লাগিয়ে পরাটা অতি প্রাচীন একটি বিষয়। পৃথিবীর প্রায় সব দেশেই এই প্রচলন রয়েছে। এ ক্ষেত্রে এটি একটি গহনা বিশেষ।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০০:৩৯
Share: Save:

অঙ্গশোভার জন্য হাতের আঙুলে আংটি কিংবা সেই আংটিতে পাথর লাগিয়ে পরাটা অতি প্রাচীন একটি বিষয়। পৃথিবীর প্রায় সব দেশেই এই প্রচলন রয়েছে। এ ক্ষেত্রে এটি একটি গহনা বিশেষ। এ ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার জন্মরাশি অনুসারে নির্দিষ্ট ধাতুর গোল রিং ব্যবহার করেন, তবে কিছু না কিছু শুভফল পেতেই পারেন।

জেনে নেওয়া যাক ২০২০ সালে কোন ধাতুর রিং আপনার রাশির জন্য শুভ ফলদায়ক হতে পারে—

মেষ রাশি:

তামার গোল রিং বাম হাতের অনামিকায়, শুক্লপক্ষের যে কোনও রবিবারে দুপুর ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে ধারণ করুন।

বৃষ রাশি:

রুপোর গোল রিং ডান হাতের মধ্যমায় শুক্লপক্ষের যে কোনও শুক্রবার সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ধারণ করুন।

মিথুন রাশি:

কাঁসার গোল রিং ডান হাতের কনিষ্ঠায়, শুক্লপক্ষের যে কোনও বুধবারে সন্ধ্যায় ধারণ করুন।

কর্কট রাশি:

রুপোর গোল রিং ডান হাতের কনিষ্ঠায়, শুক্লপক্ষের যে কোনও সোমবারে রাতে ধারণ করুন।

সিংহ রাশি:

সোনার গোল রিং ডান হাতের অনামিকায় শুক্লপক্ষের যে কোনও রবিবারে দুপুর ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে ধারণ করুন।

কন্যা রাশি:

সোন ও রুপো সম পরিমাণে মিশিয়ে গোল রিং তৈরি করে ডান হাতের অনামিকায় শুক্লপক্ষের যে কোনও বুধবারে সন্ধ্যায় ধাণন করুন।

আরও পড়ুন: আপনার রাশি অনুসারে ২০২০ সালে কী কী করা উচিত (দ্বিতীয় পর্ব)

তুলা রাশি:

রুপোর গোল রিং ডান হাতের তর্জনীতে শুক্লপক্ষের যে কোনও শুক্রবার সন্ধ্যার একটু পরে ধারণ করুন।

বৃশ্চিক রাশি:

তামার গোল রিং বাম হাতের অনামিকায় শুক্লপক্ষের যে কোনও মঙ্গলবার সূর্য উদয়ের সময় ধারণ করুন এবং আরেকটি রুপোর গোল রিং ডান হাতের কনিষ্ঠায় শুক্লপক্ষের যে কোনও সোমবার রাতে ধারণ করুন।

ধনু রাশি:

সোনার (সোনা সম্ভব না হলে পিতল) গোল রিং ডান হাতের তর্জনীতে শুক্লপক্ষের যে কোনও বৃহস্পতিবারে সূর্য উদয়ের সময় ধারণ করুন।

মকর রাশি:

স্টিলের গোল রিং বাম হাতের মধ্যমায় যে কোনও শনিবারে সন্ধায় ধারণ করুন।

কুম্ভ রাশি:

লোহার গোল রিং বাম হাতের মধ্যমায় যে কোনও শনিবারে সন্ধ্যায় ধারণ করুন।

মীন রাশি:

সোনা (সোনা সম্ভব না হলে পিতল)-এর গোল রিং ডান হাতের তর্জনীতে শুক্লপক্ষের যে কোনও বৃহস্পতিবারে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ধারণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart Ring
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE