Advertisement
E-Paper

মন্ত্রপাঠের গুণাগুণ অনেক! প্রতি সকালে ঘুম থেকে উঠে পাঁচ মন্ত্র পাঠে জীবনে বইবে খুশির হাওয়া, অর্থকষ্টও দূর হবে

শাস্ত্রমতে, মন্ত্রপাঠকে যদি দৈনন্দিন জীবনের অঙ্গ করে নেওয়া যায়, তা হলে জীবনে সহজেই উন্নতি লাভ করা সম্ভব। সফলতার পথে আসা সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতেও সুবিধা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১২:২০
chanting mantra

—প্রতীকী ছবি।

মন্ত্রোচ্চারণের গুণাগুণ অনেক। হিন্দু ধর্মে বিভিন্ন মন্ত্রপাঠের নানা উপকারিতা রয়েছে। শাস্ত্রমতে, মন্ত্রপাঠকে যদি দৈনন্দিন জীবনের অঙ্গ করে নেওয়া যায়, তা হলে জীবনে সহজেই উন্নতি লাভ করা সম্ভব। সফলতার পথে আসা সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতেও সুবিধা হয়। কারণ, প্রভুর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। এরই সঙ্গে আমাদের মনও শান্ত হয়। শাস্ত্র জানাচ্ছে পাঁচ মন্ত্র রয়েছে। সেগুলি যদি সকালে ঘুম থেকে উঠে পাঠ করা যায় তা হলে খুব ভাল হয়। দৈনন্দিন জীবনে ঝামেলা থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। একই সঙ্গে মন ভাল থাকে। জেনে নিন মন্ত্রগুলি কী কী।

প্রতি দিন সকালে উঠে কোন কোন মন্ত্র পাঠ করতে হবে?

১. ওম: ছোট্ট এই মন্ত্রের প্রভাব বিশেষ। প্রতি দিন সকালে উঠে একমনে ‘ওম’ মন্ত্রটি উচ্চারণ করলে সারা দিন প্রাণোচ্ছল থাকা যায়। একাগ্রতা বৃদ্ধি পায়। মনও শান্ত হয়।

২. গায়ত্রী মন্ত্র: প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোওয়ার পর গায়ত্রী মন্ত্র পাঠ করা যেতে পারে। এতে সাহস বৃদ্ধি পায়। কর্মক্ষেত্র বা যে কোনও ক্ষেত্রে আমাদের যে নানা প্রকার কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়, সেগুলিকে ঠান্ডা মাথায় সামলানোর শক্তিও বৃদ্ধি পায়।

৩. শিব মন্ত্র: ‘ওম নমঃ শিবায়।’— ভোলেবাবার ভক্তেরা প্রতি দিন সকালে উঠে এই মন্ত্রটি পাঠ করতে পারেন। এতে শিবের কৃপা লাভ করা যায়। মহাদেবের আশীর্বাদে সাহস ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনও জটিল সিদ্ধান্তও সহজে নেওয়া যায়।

৪. বিষ্ণু মন্ত্র: ‘ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।’— বিষ্ণুর এই মন্ত্রটি খুবই কার্যকর বলে মনে করা হয়। এটি পজ়িটিভ চিন্তাধারা বজায় রাখতে সাহায্য করে। নেগেটিভ ভাবনা থেকে আমাদের মনকে মুক্তি দেয়। যে কোনও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। সফলতার পথে আসা বাধা থেকেও মুক্তি পাওয়া যায়।

৫. গণেশ মন্ত্র: ‘ওম গণ গণপতয়ে নমঃ।’— প্রভু গণেশের এই মন্ত্রটি প্রতি সকালে জপ করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সমৃদ্ধি লাভ হয়। জ্ঞান বৃদ্ধি পায়। আয়ের পথও প্রশস্ত হয়। জীবনে চলার পথে আসে নানা বাধা থেকে রেহাই মেলে। গণেশের কৃপায় জীবন সুখস্বাচ্ছন্দ্যে ভরে ওঠে।

Chant Mantra Ganesh Mantra Vedic Mantra Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy