প্রেম-ভালবাসা জীবনের অঙ্গ। তবে সব ভালবাসাই যে বিয়ে অবধি যায় তেমনটা নয়। বহু প্রেমই রয়েছে যা বহুদিন টেকার পরও বিয়ে হয় না। অর্থাৎ, সব সম্পর্ক পূর্ণতা লাভ করে না। কার বিয়ে কেমন ভাবে হবে সেটা অনেকটাই নির্ভর করে জন্মছকের উপর। শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচটি রাশির জাতক-জাতিকারা অন্যদের তুলনায় বেশি প্রেম করে বিয়ে করেন। এর মানে এটা নয় যে বাকি রাশির ব্যক্তিরা করেন না। তবে পরিসংখ্যান মতে নির্দিষ্ট পাঁচ রাশির লোকেরাই বেশি করেন।
কোন পাঁচ রাশি প্রেম করে বিয়ে করেন?
বৃষ: সূর্য দ্বারা পরিচালিত বৃষ রাশির জাতক-জাতিকারা অতিরিক্ত কর্মঠ হন। যে জিনিসে তাঁরা এক বার মন দেন, সেই জিনিসে সফলতা অর্জন করে তবেই তাঁরা থামেন। সহজে কোনও বিষয়ে হাল ছেড়ে দেওয়ার পাত্র বৃষরা নন। তাই এঁরা যদি এক বার কোনও ভালবাসার সম্পর্কে জড়ান, তা হলে যে করে হোক বিয়ে অবধি সেই সম্পর্ককে তাঁরা টেনে নিয়ে যান। তবে বিয়ের পরই যে বদলে যান সেটা নয়। বিয়ের পরও সম্পর্ককে মধুর রাখার সম্পূর্ণ চেষ্টা এঁরা করেন।
আরও পড়ুন:
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা স্বভাববশত রগচটা প্রকৃতির হন। তাই তাঁদের রাগের প্রকৃতির সঙ্গে আগেই পরিচয় আছে, এমন ব্যক্তিকে বিয়ে করতেই এঁরা বেশি স্বচ্ছন্দ। কিন্তু এই রাশির ব্যক্তিরা এঁদের সঙ্গীর প্রতি ভীষণ যত্নশীল হন। সঙ্গীর খেয়াল রাখা, তাঁদের খবর নেওয়ার ব্যাপারে এঁরা অন্যদের থেকে বেশ অনেকটা এগিয়ে থাকেন।
আরও পড়ুন:
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা এক বার যাঁকে ভালবাসেন, তাঁর জন্য প্রাণ লড়িয়ে দিতে পারেন। এঁদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কখনও কোনও বিষয়ে এঁরা কাউকে ঠকান না। অযথা মিথ্যা কথা বলা থেকেও সিংহ রাশির ব্যক্তিরা বিরত থাকেন। তাই এই রাশির ব্যক্তিদের প্রেম খুব সহজেই বিয়ের গণ্ডি ছুঁয়ে ফেলে।
আরও পড়ুন:
বৃশ্চিক: আবেগপ্রবণ রাশিগুলির মধ্যে বৃশ্চিক রাশি অন্যতম। এঁরা কাউকে এক বার ভালবেসে ফেললে সহজে সেই মানুষকে ভুলতে পারেন না। বৃশ্চিক রাশির মানুষেরা সর্বস্ব দিয়ে ভালবাসার মানুষটিকে খুশি রাখার চেষ্টা করেন। তাঁদের চাহিদার তালিকায় ভালবাসার মানুষটি সর্বদা উচ্চ স্তরেই থাকে। সেই কারণে এই রাশির ব্যক্তিদের প্রেম বিয়ে অবধি যেতে বেশি কষ্ট হয় না।
মীন: মীন রাশির ব্যক্তিদের মধ্যে নেগেটিভ বৈশিষ্ট্য প্রায় নেই বললেই চলে। চিন্তাধারার দিক থেকেও এঁরা পজ়িটিভ ভাবনা ভাবতেই বেশি পছন্দ করেন। এঁরা নিজেদের ভালবাসার মানুষের প্রতি খুবই যত্নবান হন। এক বার যাঁকে ভালবাসেন, তাঁর সঙ্গেই পুরো জীবনটা কাটানোর চেষ্টা করেন। তাই এঁদের সম্পর্কের পরিণতি বিয়েতে গিয়েই শেষ হয়।