প্রতিটি মানুষেরই নিজস্ব সত্তা রয়েছে। সকলে সমান হন না, সমান হওয়া সম্ভবও নয়। সকলের মধ্যেই যেমন কিছু ভাল গুণ রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ গুণও। এক জন ব্যক্তির রাশি কী সেটির উপর ভিত্তি করে উক্ত মানুষের ব্যাপারে নানা গোপন তথ্য বলে দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। শাস্ত্রমতে, রাশিচক্রের চারটি রাশির জাতক-জাতিকারা প্রতারণা করার ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে। জেনে নিন তাঁরা কারা।
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের কাছে তাঁদের স্বাধীনতার উপরে কিছু নয়। কেউ যদি তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করে তা হলে মেষ রাশির জাতক-জাতিকারা সেটা মেনে নেন না। এঁরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। এঁদের সাফল্যের পথে কোনও বাধা এলে সেটিকে এঁরা উগরে ফেলেন। কোনও কাছের মানুষও যদি তাঁদের পছন্দমতো রাস্তায় চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাঁকেও এঁরা নিজেদের জীবন থেকে মুছে ফেলতে পারেন। প্রয়োজনে তাঁদের ঠকাতেও মেষ রাশি দ্বিধাবোধ করেন না।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা সকলের উপর নিজেদের মতামত পোষণ করতে পছন্দ করেন। তাঁদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তাঁদের কথামতোই চলতে হবে, এটাই মিথুনের দাবি। সেটা না হলে এঁরা আর উক্ত মানুষটির দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেন না। এঁরা কথা বলতে প্রচুর ভালবাসেন, মিথুন রাশির জাতক-জাতিকারা অন্যের কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না। তাঁদের এই আচরণ যদি কারোর মনে না ধরে, তা হলে সেই মানুষকে মন থেকে মুছে ফেলতে এঁদের বেশি সময় লাগে না। যে কোনও মানুষের সঙ্গে এঁরা চোখ বুজে প্রতারণা করতে পারেন।
আরও পড়ুন:
বৃশ্চিক: রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিকের চরিত্র একটু রহস্যে ঘেরা হয়। এঁরা মিষ্টভাষী হন, আশপাশের মানুষেরা সহজেই এঁদের কথার জালে ফেঁসে যান। উক্ত মানুষের সঙ্গে দরকার ফুরিয়ে গেলে এঁরা আর ফিরে তাকান না। তবে এই রাশির ব্যক্তিরা আবেগতাড়িত হন। কারোর প্রতি এঁদের সত্যি ভালবাসা থাকলে সেই মানুষকে এঁরা সহজে কষ্ট দেন না। কিন্তু উক্ত মানুষের কোনও আচরণে কষ্ট পেলে এঁরা প্রতিশোধ নিয়ে তবে শান্ত হন।
মকর: সাফল্যের পিছনে দৌড়তে পছন্দ করেন মকর রাশির ব্যক্তিরা। এঁদের সফলতার পথে যে-ই আসুক না কেন, তাঁকে ঠকানোর আগে এঁরা দু’বার ভাবেন না। দরকারে পরিবারকে পাশ কাটিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান মকর রাশির জাতক-জাতিকারা। নিজের কাজে না লাগলে ভাই-বোনদেরও এঁরা উপেক্ষা করেন। বন্ধুদেরও জীবন থেকে মুছে ফেলার ব্যাপারে এঁরা ওস্তাদ। যাঁদের নিজের কাজে লাগে না, তাঁদের মকর রাশির ব্যক্তিরা পাত্তা দেন না।