Advertisement
১৭ মে ২০২৪

১৪২৬ সনের মাঘী পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি

হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র। মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। পণ্ডিতদের মতে সব পূর্ণিমার চেয়ে মাঘী পূর্ণিমার গুরুত্ব আলাদা। মাঘী পূর্ণিমার সঠিক তিথিতে পবিত্র নদী, জলাধার বা নদীর মিলনস্থলে পূর্ণ স্নানের আয়োজন করা হয়ে থাকে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share: Save:

হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র। মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। পণ্ডিতদের মতে সব পূর্ণিমার চেয়ে মাঘী পূর্ণিমার গুরুত্ব আলাদা। মাঘী পূর্ণিমার সঠিক তিথিতে পবিত্র নদী, জলাধার বা নদীর মিলনস্থলে পূর্ণ স্নানের আয়োজন করা হয়ে থাকে। এই দিন পূণ্যস্নানের দ্বারা পাপ কমে যায় ও মানুষের মনকামনা পূর্ণ হয়।

আসুন এ বার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার সময় সূচি—

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ মাঘ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ০৮/০২/২০২০।

সময়: বিকsল ৪টে ০২ মিনিট থেকে।

পূর্ণিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৪ মাঘ ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ০৮/০২/২০২০।

আরও পড়ুন: ২০২০ সালে রাশি অনুযায়ী কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ মাঘ ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৯/০২/২০২০।

সময়: দুপুর ০১টা ০৩ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ মাঘ ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ০৯/০২/২০২০।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ মাঘ ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ০৮/০২/২০২০।

সময়: বেলা ০৩টে ১২ মিনিট ১২ সেকেন্ড থেকে।

পূর্ণিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৪ মাঘ ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ০৮/০২/২০২০।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ মাঘ ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ০৯/০২/২০২০।

সময়: দুপুর ০১টা ২৯ মিনিট ৪১ সেকেন্ড পর্যন্ত।

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ মাঘ ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ০৯/০২/২০২০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Magha Purnima
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE