Advertisement
২০ এপ্রিল ২০২৪
Vastu Shastra

আপনার সন্তানের কি অতিরিক্ত জেদ? পরিস্থিতি সামলাতে করুন এই টোটকা

সব মা-বাবার জন্যই চিন্তার বিষয় যদি তাঁদের সন্তানরা অতিরিক্ত জেদি হয়। অতিরিক্ত রাগ জেদ মানুষকে ভুল পথে চালনা করে। অনেক সময় দেখা যায় যে, সন্তানের জেদের কাছে মা-বাবাকেও হার মানতে হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৯
Share: Save:

সব মা-বাবার জন্যই চিন্তার বিষয় যদি তাঁদের সন্তানরা অতিরিক্ত জেদি হয়। অতিরিক্ত রাগ জেদ মানুষকে ভুল পথে চালনা করে। অনেক সময় দেখা যায় যে, সন্তানের জেদের কাছে মা-বাবাকেও হার মানতে হয়। এই রকম অবস্থায় মা-বাবারা কী করবেন ভেবে পান না। জ্যোতিষমতে কয়েকটি গ্রহের কারণে এ রকম হয়। যেমন রাহু, মঙ্গল যদি দোষযুক্ত হয়। সে ক্ষেত্রে কিছু উপায় রয়েছে যা পালন করলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে।

দেখে নিন উপায়গুলো কী কী—

• যে সন্তানের অতিরিক্ত জেদ, তাকে প্রতি দিন হনুমানজির আরাধনা করতে হবে এবং তাঁর চরণের কমলা রঙের সিঁদুর দিয়ে কপালে তিলক লাগাতে হবে।

• সন্তানকে রুপোর গয়না ধারণ করাতে হবে। রুপোর গ্লাসে জল খাওয়ালেও যথেষ্ট উপকার পাওয়া যাবে।

• অতিরিক্ত জেদি সন্তানকে দুধের সঙ্গে অশ্বগন্ধা মিশিয়ে খাওয়াতে হবে।

• যে সন্তানের জেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রচুর পরিমাণে কিসমিস বা আঙুর খাওয়ান।

• সূর্যাস্তের পর তিনটে যব দুধে ধুয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এই কাজটি শনিবার অথবা বৃহস্পতিবার সূর্যাস্তের পর করতে হবে। এটি সন্তানকেই করতে হবে এমনটা নয়। বাড়ির অন্য সদস্যরাও করতে পারেন।

• বৃহস্পতিবার সাদা রঙের সুতোয় অশ্বগন্ধার শিকড় হাতে বেঁধে দিতে হবে। পুত্রসন্তানের ডান হাতে এবং কন্যাসন্তানের বাঁ হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE