১ জুলাই ২০২২ শুক্রবার পালিত হবে রথযাত্রা। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনও কাজ খুবই ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করা যেতে পারে। এ ছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায়।
টোটকা—
১) রথযাত্রার দিন যে কোনও জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনও একটা ফল অবশ্যই প্রদান করুন।